গুজব-ভুয়া তথ্য দমনে এনসিএসএর বিশেষ সাইবার সেল চালু
নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে ভুয়া তথ্য, বিভ্রান্তিকর কনটেন্ট ও গুজব প্রতিরোধে বিশেষ সাইবার সেল গঠন করেছে জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি (এনসিএসএ)।
এই সেল সার্বক্ষণিকভাবে অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যম পর্যবেক্ষণ করবে, তথ্য যাচাই-বাছাই ও সত্যতা নিশ্চিত করবে বলে জানিয়েছে সংস্থাটি।
এ লক্ষ্যে এনসিএসএ প্রধান উপদেষ্টার প্রেস উইং, প্রেস ইনফরমেশন বাংলাদেশ (পিআইবি), বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস), বিটিআরসি ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করবে।
সাধারণ জনগণকে আহ্বান জানানো হয়েছে, কোনো তথ্য বা ভিডিও শেয়ার করার আগে তার উৎস যাচাই করতে এবং সন্দেহজনক বা উসকানিমূলক কনটেন্ট দেখলে তাৎক্ষণিকভাবে এনসিএসএকে জানাতে।
সংস্থাটি জানিয়েছে, সাইবার অপরাধ প্রতিরোধে ২৪ ঘণ্টার হেলপলাইন সেবা চালু রয়েছে। নাগরিকদের অভিযোগের জন্য চারটি আলাদা ই-মেইলও খোলা হয়েছে-
* অনলাইন জুয়া: gaming@ncsa.gov.bd
* ভুয়া তথ্য বা গুজব: rumor@ncsa.gov.bd
* ফেইক প্রোফাইল/অশ্লীল কনটেন্ট: abuse@ncsa.gov.bd
* গুরুত্বপূর্ণ তথ্যপ্রযুক্তি অবকাঠামোতে হামলা: critical@ncsa.gov.bd
এনসিএসএ সকল নাগরিককে আহ্বান জানিয়েছে— সবাই মিলে যেন নিরাপদ ও দায়িত্বশীল ডিজিটাল পরিবেশ গড়ে তোলা যায়।
বিআলো/শিলি



