গুঞ্জনের পর সত্যি, বিয়ে করছেন জেফার ও রাফসান
dailybangla
14th Jan 2026 4:16 pm | অনলাইন সংস্করণ
বিনোদন ডেস্ক: দীর্ঘদিনের আলোচিত সম্পর্কের পর অবশেষে বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন কণ্ঠশিল্পী জেফার রহমান ও উপস্থাপক রাফসান সাবাব। বুধবার তাদের বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার কথা রয়েছে।
ঘনিষ্ঠ সূত্র জানায়, ঢাকার আমিনবাজারের একটি রিসোর্টে দুই পরিবারের সদস্য ও শোবিজ অঙ্গনের অতিথিদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে আমন্ত্রণপত্রও বিতরণ করা হয়েছে।
যদিও এ বিষয়ে জেফার কিংবা রাফসানের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাদের সাড়া মেলেনি।
প্রায় এক বছর আগে তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়। থাইল্যান্ডে একসঙ্গে দেখা যাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে তাদের ছবি, যা নিয়ে আলোচনা আরও জোরালো হয়।
বিআলো/শিলি



