গুমের শিকার নিখোঁজদের বড় অংশ বিএনপি, কমিশনের দাবি
বিআলো ডেস্ক: ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের শাসনামলে সংঘটিত গুমের ঘটনাগুলো ছিল রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং এসব ঘটনায় সরকারের সর্বোচ্চ পর্যায়ের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে গুম তদন্ত কমিশন।
‘কমিশন অব ইনকোয়ারি অন এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স’-এর চূড়ান্ত প্রতিবেদনে বলা হয়েছে, এখনো নিখোঁজ ব্যক্তিদের মধ্যে ৬৮ শতাংশ বিএনপি ও তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং ২২ শতাংশ জামায়াত-শিবিরের সঙ্গে যুক্ত।
কমিশন যাচাই করা ১ হাজার ৫৬৯টি অভিযোগকে গুম হিসেবে চিহ্নিত করেছে, যেগুলো ২০০৯ থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত সময়ের ঘটনা।
রোববার বিকেলে রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদনটি জমা দেওয়া হয়। কমিশনের দাবি, বহু ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি নির্দেশদাতা ছিলেন এবং কিছু ক্ষেত্রে ভুক্তভোগীদের বিদেশে পাঠানোর তথ্যও পাওয়া গেছে।
প্রতিবেদন গ্রহণ করে প্রধান উপদেষ্টা বলেন, এই নৃশংসতার পূর্ণাঙ্গ নথিভুক্তকরণ জাতির জন্য একটি গুরুত্বপূর্ণ অধ্যায় এবং ভবিষ্যতে যেন এমন ঘটনা না ঘটে, সে পথ খুঁজে বের করা জরুরি।
বিআলো/শিলি



