গোদাগাড়ীতে কিশোর হত্যার মূলহোতা রতন গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর গোদাগাড়ীতে কিশোর শেখ হত্যার মূলহোতা রতন আলীকে (৩২) গ্রেপ্তার করেছে র্যাব-৫।
শনিবার বিকেলে রাজশাহী মহানগরীর বেলপুকুর থানাধীন বাইপাস মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
রোববার সকালে র্যাব-৫ এর মিডিয়া সেল থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গ্রেপ্তারকৃত রতন উপজেলার হাজিবান্দুড়িয়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
র্যাব জানায়, নিহত মো. শেখের (১৮) ফেসবুকের মাধ্যমে এক কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ওই সম্পর্কের জেরে ৩০ অক্টোবর রাতে শেখ তার দুই বন্ধুকে নিয়ে মোটরসাইকেলে করে কিশোরীর সঙ্গে দেখা করতে যায়। রাত ৮টার দিকে তারা গোগ্রাম ইউনিয়নের হাজিবান্দুড়িয়া মোড়ে পৌঁছালে আগে থেকেই ওঁৎ পেতে থাকা ৮ জন নামীয় ও আরও ৮–৯ জন অজ্ঞাতনামা আসামি শেখের ওপর হামলা চালায়।
হামলায় গুরুতর আহত হয়ে শেখ পাশের একটি পুকুরে লাফ দেয় প্রাণ বাঁচাতে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে ১ নভেম্বর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঘটনার পর শেখের বাবা গোদাগাড়ী থানায় হত্যা মামলা করেন। মামলার পর র্যাব ছায়া তদন্ত শুরু করে। ৪ নভেম্বর এজাহারনামীয় এক আসামিকে গ্রেপ্তারের পর বাকি আসামিদের ধরতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়।
এর ধারাবাহিকতায় শনিবার র্যাব-৫, সিপিএসসির একটি টিম রাজশাহী মহানগরীর বেলপুকুর বাইপাস মোড় থেকে ১ নম্বর আসামি রতন আলীকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত রতনকে পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে গোদাগাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।
বিআলো/এফএইচএস



