গোপন নথি চুরির অভিযোগে সাবেক কর্মীর বিরুদ্ধে ইন্টেলের মামলা
dailybangla
10th Nov 2025 5:50 pm | অনলাইন সংস্করণ
বিআলো ডেস্ক: গোপন নথি চুরির অভিযোগে সাবেক সফটওয়্যার প্রকৌশলী জিনফেং লু-র বিরুদ্ধে মামলা করেছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান ইন্টেল।
তাদের অভিযোগ, চাকরিচ্যুতির আগে তিনি কোম্পানির সার্ভার থেকে প্রায় ১৮ হাজার ফাইল, যার মধ্যে ‘টপ সিক্রেট’ তথ্যও ছিল, কপি করেছেন।
ইন্টেল আদালতে ২ লাখ ৫০ হাজার ডলার ক্ষতিপূরণ ও সব চুরি হওয়া তথ্য ফেরত চেয়েছে। কর্মী ছাঁটাই ও আর্থিক সংকটের সময়েই এই ঘটনা ঘটে বলে ধারণা করছে সংস্থাটি।-
এর আগেও ইন্টেল অনুরূপ তথ্যচুরির ঘটনায় সাবেক এক কর্মীর বিরুদ্ধে মামলা করেছিল, যিনি পরে মাইক্রোসফটে যোগ দিয়েছিলেন।
বিআলো/শিলি



