• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    গোপালগঞ্জের ঘটনায় কাউকে ছাড় নয়: ডিআইজি রেজাউল মল্লিক 

     dailybangla 
    17th Jul 2025 1:48 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: গোপালগঞ্জ শহরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রা ঘিরে সহিংসতার ঘটনায় কাউকে ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা রেঞ্জের পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) রেজাউল করিম মল্লিক।

    বৃহস্পতিবার (১৭ জুলাই) গণমাধ্যমকে এ কথা জানান তিনি।

    রেজাউল করিম মল্লিক জানান, গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় কাউকে ছাড় দেয়া হবে না। আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন না করে থাকলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

    ঢাকা রেঞ্জ ডিআইজি আরও জানান, গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় ২০ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তবে এলাকার পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।

    এদিকে গোপালগঞ্জ শহরের পৌরপার্ক এলাকায় এনসিপির পদযাত্রা কর্মসূচিতে নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের হামলা ও সহিংসতার পর বুধবার (১৬ জুলাই) রাত ৮টা থেকে চলছে কারফিউ। থমথমে পরিস্থিতি প্রায় পুরো জেলায়। শহরে ছোট ছোট যানবাহন চললেও বন্ধ বেশির ভাগ দোকানপাট।

    সরেজমিনে দেখা যায়, সড়কে থাকা ইট-পাটকেল, তোরণ গেট, ব্যানার, ফেস্টুন ও ফেলে রাখা গাছসহ ধ্বংসস্তূপ সরানো হচ্ছে।

    এদিকে জেলা কারাগারে হামলার পর নিরাপত্তায় রয়েছেন সেনা ও বিজিবির সদস্যরা। সঙ্গে সারা শহর টহল দিচ্ছেন নৌবাহিনীসহ অন্য আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর সদস্যরা। কারাগার পরিদর্শন শেষে অতিরিক্ত কারা পরিদর্শক জানান, নতুন করে হামলার শঙ্কা নেই।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031