গোপালগঞ্জে এনসিপির গাড়িবহরে আবারও ছাত্রলীগ-আ.লীগের হামলা
নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মাসব্যাপী ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সমাবেশ শেষে আবারও হামলার শিকার হয়েছে দলটির নেতা-কর্মীরা। বুধবার (১৬ জুলাই) বিকেল আড়াইটার দিকে গোপালগঞ্জ সদরে এনসিপির গাড়িবহরে একযোগে হামলা চালায় ছাত্রলীগ, আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এর আগে দুপুর দেড়টার দিকে শহরের পৌর পার্কে সমাবেশ চলাকালে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে সমাবেশস্থলে প্রথম দফা হামলা চালানো হয়। অভিযোগ রয়েছে, ছাত্রলীগ ও আওয়ামী লীগ কর্মীরা সেখানে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে এবং চেয়ার-টেবিল ভাঙচুর করে বিশৃঙ্খলার সৃষ্টি করে।
এদিন সকালেও গোপালগঞ্জ সদর উপজেলার কংশুর এলাকায় ইউএনওর নিরাপত্তাবেষ্টিত গাড়িবহরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এছাড়া দুর্গাপুর ইউনিয়নে পুলিশের একটি টহল গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগও পাওয়া গেছে।
জুলাই মাসজুড়ে চলা পদযাত্রার অংশ হিসেবে এদিন গোপালগঞ্জ পৌর পার্কে জনসভা আয়োজন করে এনসিপি। এতে দলের আহ্বায়ক নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ অংশ নেন। সমাবেশের পর গাড়িবহর নিয়ে শহর ছাড়ার পথে হামলার ঘটনা ঘটে বলে জানায় দলটি।
এনসিপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, শান্তিপূর্ণ কর্মসূচিকে বানচাল করতে ক্ষমতাসীন দলের কর্মীরা বারবার পরিকল্পিতভাবে হামলা চালাচ্ছে। তবে এসব ঘটনার বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এ ঘটনার নিন্দা জানিয়ে এনসিপি নেতারা বলেন, এটি গণতান্ত্রিক অধিকার হরণের একটি জঘন্য দৃষ্টান্ত। হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও শাস্তির দাবি জানাই।
বিআলো/এফএইচএস