গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলার ঘটনায় খেলাফত মজলিসের তীব্র নিন্দা
নিজস্ব প্রতিবেদক: গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচি ও শান্তিপূর্ণ সমাবেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীদের সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী রাজনৈতিক দল খেলাফত মজলিস।
আজ (বুধবার) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ এবং মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, গোপালগঞ্জে এনসিপির সমাবেশে আওয়ামী লীগ সন্ত্রাসীদের হামলা একটি ন্যাক্কারজনক ঘটনা। এই হামলা গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর নগ্ন হস্তক্ষেপ। এ ঘটনায় এনসিপির নেতাকর্মী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আহত হন। এমনকি পুলিশের গাড়ি পুড়িয়ে ফেলা হয়, গাছ কেটে রাস্তা অবরোধ করা হয় — যা চরম বর্বরতা।
নেতারা অভিযোগ করে বলেন, গণঅভ্যুত্থানে পরাজিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ আবারো সন্ত্রাসের মাধ্যমে দেশে নৈরাজ্য সৃষ্টি করতে চাচ্ছে। প্রশাসনকে অবিলম্বে এই সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিতে হবে।
বিবৃতিতে তারা আরও বলেন, খেলাফত মজলিস সহ দেশপ্রেমিক জনগণ এনসিপির ন্যায্য দাবির পক্ষে আছে। ফ্যাসিবাদী হামলাকারীদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, যাতে তারা দেশের জানমাল আর ধ্বংস করতে না পারে।
বিআলো/এফএইচএস