গোপালগঞ্জে নিহত ৪: মাদারীপুরে এনসিপির সমাবেশ স্থগিত: বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
নিজস্ব প্রতিবেদক: গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাকর্মীদের ওপর সশস্ত্র হামলার পর মাদারীপুরে পূর্বঘোষিত সমাবেশ স্থগিত করেছে দলটি। বুধবার (১৬ জুলাই) সন্ধ্যায় মাদারীপুর শহরের লেকেরপাড় স্বাধীনতা অঙ্গণের মঞ্চে উপস্থিত স্থানীয় নেতাকর্মীরা এই ঘোষণা দেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাদারীপুর জেলার সদস্য সচিব মাসুম বিল্লাহ বলেন, আজকের সমাবেশটি ছিল জুলাই বিপ্লবের ধারাবাহিক পথযাত্রার অংশ। গোপালগঞ্জে বর্বর হামলার প্রেক্ষিতে আমরা অনুষ্ঠান স্থগিত করছি। শোকাহত অবস্থায় রাজনৈতিক সমাবেশ করা অসম্ভব। তিনি আরও জানান, পরিস্থিতি স্বাভাবিক হলে নতুন তারিখে কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।
বিকেলে গোপালগঞ্জের সমাবেশ ঘিরে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অনেকে।
গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জীবিতেশ বিশ্বাস সন্ধ্যা পৌনে ৭টার দিকে সাংবাদিকদের জানান, সংঘর্ষে নিহত চারজনের মরদেহ হাসপাতালে আনা হয়েছে। তাদের শরীরে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে।
এছাড়া আরও বেশ কয়েকজন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন বলে জানান তিনি।
গোপালগঞ্জ থেকে মাদারীপুরের পথে থাকা এনসিপি নেতাদের বহরে হামলা চালানো হয়। অভিযোগ রয়েছে, হামলায় ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ, এবং পুলিশ ও সাধারণ জনগণের ওপর হামলা চালানো হয়েছে। এনসিপির শীর্ষস্থানীয় নেতারা হামলার জন্য নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগ কর্মীদের দায়ী করেছেন।
ঘটনার পর সারাদেশে এনসিপির কর্মসূচি ঘিরে উচ্চ মাত্রার রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে। উত্তরায়, ঝালকাঠিতে এবং রাজশাহীতেও প্রতিবাদ কর্মসূচি হয়েছে।
এনসিপি জানিয়েছে, গণতান্ত্রিক অধিকার হরণের বিরুদ্ধে গণজাগরণ থামবে না।
এ ঘটনায় আহতদের প্রকৃত সংখ্যা ও পরিচয় এখনো নিশ্চিত হয়নি। পরিস্থিতি স্বাভাবিক করতে প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে।
ঘটনার তদন্তে একটি সরকারি উচ্চপর্যায়ের কমিটি গঠনের আভাস দিয়েছেন সংশ্লিষ্টরা।
বিআলো/এফএইচএস