• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    গোপালগঞ্জে বিদ্যুৎ বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১ 

     dailybangla 
    18th Sep 2024 3:34 am  |  অনলাইন সংস্করণ

    মেহেদী হাসান, গোপালগঞ্জ: গোপালগঞ্জের মুকসুদপুরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে সতীশ রায় (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত পাঁচজন। গত মঙ্গলবার রাতে মুকসুদপুর উপজেলার ননী ক্ষীর ইউনিয়নের মহিষতুলী গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

    মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে ওই গ্রামের সুদীপ্ত মৌলিক ও মিলন মন্ডলের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দুই বংশের লোকজনের মধ্যে লাঠিসোটা নিয়ে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের লাঠির আঘাতে সতীশ রায় আহত হন। এ সময় আরও পাঁচজন আহত হন। পরে আশঙ্কাজনক অবস্থায় সতীশকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওসি আরও বলেন, এ ঘটনার পর অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়েছেন। কাউকে ধরা করা সম্ভব হয়নি।

    এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930