গোপালগঞ্জে সমাবেশে হামলা-গুলিতে নিহত : তদন্ত দাবি বাসদের
নিজস্ব প্রতিবেদক : গোপালগঞ্জে ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি)-এর শান্তিপূর্ণ সমাবেশে ছাত্রলীগের হামলা ও আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে ৪ জন নিহত এবং অনেকে আহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)।
সংগঠনের সমন্বয়ক কমরেড মাসুদ রানা এক বিবৃতিতে বলেন, ছাত্রলীগের হাতে অস্ত্র তুলে দিয়ে সভা-সমাবেশে হামলা করানো রাষ্ট্রীয় সন্ত্রাসের নতুন রূপ। সরকার মুখে গণতন্ত্রের কথা বললেও বিরোধী মতের ওপর হামলা চালানোর মাধ্যমে আসল চেহারা স্পষ্ট হয়ে গেছে।
তিনি বলেন, গোপালগঞ্জের পরিস্থিতি সকাল থেকেই উত্তপ্ত ছিল। প্রশাসন চাইলে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারত। কিন্তু পুলিশ ও প্রশাসন নিষ্ক্রিয় ছিল বলেই হামলা ও হতাহতের ঘটনা ঘটেছে।
কমরেড মাসুদ রানা বলেন, প্রত্যেক রাজনৈতিক দলের সভা-সমাবেশ করার অধিকার রয়েছে। কোনো দলকে সেই অধিকার থেকে বঞ্চিত করা সরকারের সংবিধানবিরোধী আচরণ। যে সরকার এই অধিকার নিশ্চিত করতে ব্যর্থ, তাদের গণতান্ত্রিক সরকার বলা যায় না।
বাসদ (মার্কসবাদী) এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে একটি পূর্ণাঙ্গ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য তদন্তের মাধ্যমে ঘটনার নেপথ্যের কারা জড়িত, কার নির্দেশে পুলিশ গুলি চালিয়েছে-তা খতিয়ে দেখার দাবি জানিয়েছে।
একইসঙ্গে দোষীদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থার আহ্বান জানিয়েছে দলটি।
বিবৃতিতে আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি দাবি জানানো হয়েছে।
কমরেড মাসুদ রানা বলেছেন, এখনো যদি সরকার সঠিক ব্যবস্থা না নেয়, তবে জনমনে বিশ্বাস স্থাপন করা কঠিন হয়ে পড়বে। রাষ্ট্রের নিরপেক্ষতা রক্ষায় এ ঘটনার বিচার হওয়া সময়ের দাবি।
বিআলো/এফএইচএস







 
                            
                         
                                                
                                                 
                                                
                                                 
                                                
                                                 
                                                
                                                 
                                                
                                                 
                                                
                                                
 
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                            
