গোপালগঞ্জ-২ আসন, জনগণের সমর্থনেই মাঠে নামার প্রত্যয় স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান ভূঁইয়ার
অংকন তালুকদার, কোটালিপাড়া (গোপালগঞ্জ) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গোপালগঞ্জ-২ আসনে প্রচারণা জোরদার করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী কামরুজ্জামান ভূঁইয়া লুটুল। টেলিফোন প্রতীক নিয়ে মাঠে নামা এই প্রার্থী বলেছেন, জনগণের দোয়া ও সমর্থন পাশে থাকলে কোনো ভয়ই তাকে দমাতে পারবে না।
গোপালগঞ্জ সদর ও কাশিয়ানী উপজেলার (আংশিক) বিভিন্ন গ্রামে গণসংযোগকালে তিনি বলেন, আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়েই আমি নির্বাচনে এসেছি। আপনাদের সমর্থন পেলে গুলিকেও ভয় পাই না।” তিনি নিজেকে এলাকার সন্তান উল্লেখ করে সুখে-দুঃখে মানুষের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
নির্বাচনী বক্তব্যে কামরুজ্জামান ভূঁইয়া বলেন, গোপালগঞ্জে লক্ষাধিক শিক্ষিত বেকার যুবক রয়েছে। তাদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই তাঁর প্রধান লক্ষ্য। প্রযুক্তি ও উদ্যোক্তা খাতকে কাজে লাগিয়ে যুবসমাজকে আত্মনির্ভরশীল করার পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।
নিজের রাজনৈতিক অবস্থান ব্যাখ্যা করে স্বতন্ত্র এই প্রার্থী বলেন, তিনি কারো বিরুদ্ধে কটূক্তি বা দোষারোপের রাজনীতিতে বিশ্বাস করেন না। তার লড়াই হবে কাজ, ইতিবাচক আচরণ ও দায়িত্ববোধের মাধ্যমে জনগণের মন জয় করা। পূর্বের রাজনৈতিক জীবনের নানা চ্যালেঞ্জের কথা উল্লেখ করে কামরুজ্জামান ভূঁইয়া জানান, তিনি একাধিকবার কারাবরণ করেছেন।
তবে সেটিকে তিনি শাস্তি নয় বরং জীবনের বড় শিক্ষা হিসেবে দেখেন। তার ভাষায়, কারাগারের দিনগুলো আমাকে আরও দায়িত্বশীল, ধৈর্যশীল ও মানবিক করেছে। তিনি বলেন, কোনো পদ বা ক্ষমতার লোভে নয়—জনগণের কণ্ঠস্বর হতে নির্বাচনে এসেছেন।
রাজনৈতিক মতপার্থক্য থাকলেও জেলার উন্নয়ন, শান্তি ও জনকল্যাণের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে কামরুজ্জামান ভূঁইয়া বলেন, তিনি একটি অংশগ্রহণমূলক, বৈষম্যমুক্ত ও প্রগতিশীল গোপালগঞ্জ গড়তে চান।
প্রযুক্তিনির্ভর আধুনিক চিন্তা ও মানবিক দৃষ্টিভঙ্গির সমন্বয়েই জেলার টেকসই উন্নয়ন সম্ভব বলে তিনি মনে করেন। গণসংযোগকালে তিনি ভোটারদের ভয় না পাওয়ার আহ্বান জানিয়ে বলেন, প্রশাসন নিরপেক্ষ থাকবে এবং একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হবে।
একই সঙ্গে তিনি তার কর্মী-সমর্থকদের নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে মেনে চলার নির্দেশ দেন। শেষে তিনি আগামী ১২ ফেব্রুয়ারি টেলিফোন প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করার আহ্বান জানান। তিনি বলেন, আসুন, কাদা ছোড়াছুড়ি ভুলে উন্নয়ন ও সত্যের পক্ষে দাঁড়াই। আল্লাহ নিশ্চয়ই উত্তম ফয়সালা করবেন।
বিআলো/আমিনা



