গোবিন্দগঞ্জে বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষে ছাত্রদল নেতা নিয়নের লিফলেট বিতরণ
তৌফিকুল ইসলাম (মহন),গোবিন্দগঞ্জ: গাইবান্ধার গোবিন্দগঞ্জে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ শামীম কায়সারের পক্ষে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেল ৪টায় গোবিন্দগঞ্জ পৌর শহরের বিপিএড কলেজ এলাকা থেকে এই প্রচার অভিযান শুরু হয়। পৌর ছাত্রদলের সদ্য বিদায়ী যুগ্ম আহ্বায়ক মো. আরাফাত হোসেন নিয়নের নেতৃত্বে আয়োজিত কর্মসূচিতে শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
নেতাকর্মীরা বিপিএড কলেজ মোড় থেকে শুরু করে পৌর শহরের প্রধান প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ পয়েন্টে সাধারণ মানুষের হাতে লিফলেট তুলে দেন। এ সময় ধানের শীষ প্রতীকের প্রার্থীর পক্ষে ভোট ও দোয়া প্রার্থনা করা হয়। শতাধিক নেতাকর্মীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এলাকায় নির্বাচনী আমেজ ও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
নেতাকর্মীরা জানান, শামীম কায়সারকে বিজয়ী করার লক্ষ্যে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করছেন এবং সাধারণ ভোটারদের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছেন। পৌর শহরের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান ও পথচারীদের মাঝে লিফলেট বিতরণের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।
বিআলো/ইমরান



