গোবিন্দগঞ্জে মাদকাসক্ত ছেলেকে প্রশাসনের হাতে তুলে দিলেন মা
তৌফিকুল ইসলাম প্রধান মহন,গোবিন্দগঞ্জ: গাইবান্ধার গোবিন্দগঞ্জে মাদকাসক্ত ছেলের নির্যাতন ও যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে তাকে প্রশাসনের হাতে তুলে দিয়েছেন তার মা। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের বিচারক এই দণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত যুবকের নাম সুলতান (২৫)। তিনি উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের ছোট সাতাইল বাতাইল গ্রামের সাইদুল প্রধানের ছেলে।
সুলতানের মা জানান, মাদকের টাকা না পেলে তার ছেলে পরিবারের সদস্যদের ওপর অত্যাচার ও মারধর করত। বহুবার বোঝানোর চেষ্টা করা হলেও কোনো ফল হয়নি। বরং সময়ের সঙ্গে সঙ্গে তার মাদকাসক্তি আরও ভয়াবহ রূপ নেয়।
স্থানীয় ফুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান শিবলু জানান, সুলতানের নির্যাতন সহ্য করতে না পেরে গত ১২ জানুয়ারি তার বাবা-মা বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-কে অবহিত করেন। পরে প্রশাসনের উদ্যোগে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।
বিআলো/ইমরান



