গোবিন্দগঞ্জে সেনাবাহিনীতে চাকরির নামে ৯ লাখ টাকা আত্মসাৎ, প্রতারক যুবক গ্রেপ্তার
তৌফিকুল ইসলাম প্রধান মহন, (গোবিন্দগঞ্জ) গাইবান্ধা প্রতিনিধি: সেনাবাহিনীতে চাকরি দেওয়ার স্বপ্ন দেখিয়ে এক তরুণের কাছ থেকে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে গাইবান্ধার গোবিন্দগঞ্জে এক প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ। দীর্ঘ দুই বছর ধরে চলা এই প্রতারণার অবসান ঘটে ভুক্তভোগীর লিখিত অভিযোগের পর পুলিশের অভিযানে।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বুধবার (২১ জানুয়ারি) গভীর রাতে গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের চাপড়ীগঞ্জ এলাকা থেকে শাহানুর রহমান ওরফে দুলা (৩২) নামে ওই যুবককে গ্রেপ্তার করা হয়। তিনি একই ইউনিয়নের চাঁদপাড়া গ্রামের মৃত জোহা বকসের ছেলে।
ভুক্তভোগী ও পুলিশ জানায়, বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার গুজিয়া গ্রামের আবু হাছান আকন্দের ছেলে মাহমুদুল হাসান ইউসুফকে সেনাবাহিনীতে চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে ২০২৪ সালে দুলা মোট ৯ লাখ টাকা গ্রহণ করেন। চাকরি নিশ্চিত করার কথা বলে একাধিক ধাপে এই টাকা নেওয়া হয়।
দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ইউসুফের চাকরির কোনো অগ্রগতি না হওয়ায় বিষয়টি নিয়ে সন্দেহ দেখা দেয়। পরবর্তীতে টাকা ফেরত চাইলে দুলা নানা অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকেন এবং একপর্যায়ে যোগাযোগ এড়িয়ে চলেন। এতে প্রতারণার বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে।
এ ঘটনায় ভুক্তভোগী ইউসুফের বাবা আবু হাছান আকন্দ মঙ্গলবার গোবিন্দগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পর পুলিশ তদন্ত শুরু করে এবং অভিযান চালিয়ে অভিযুক্ত দুলাকে গ্রেপ্তার করে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে প্রতারণার ধারায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। পাশাপাশি তার মাধ্যমে আরও কেউ প্রতারিত হয়েছে কি না, সে বিষয়েও খোঁজ নেওয়া হচ্ছে।
বিআলো/তুরাগ



