গোবিন্দগঞ্জ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মঞ্জুরুল ইসলাম সেলিম আর নেই
dailybangla
28th Jan 2026 7:58 pm | অনলাইন সংস্করণ
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এবং কুটিবাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মঞ্জুরুল ইসলাম সেলিম আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার রাতে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে গোবিন্দগঞ্জ সাংবাদিক অ্যাসোসিয়েশন।
এক শোকবার্তায় সংগঠনের নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। শোকবার্তায় জানানো হয়, সাংবাদিকতা ও শিক্ষা বিস্তারে মঞ্জুরুল ইসলাম সেলিমের অবদান গোবিন্দগঞ্জবাসী শ্রদ্ধার সাথে স্মরণ করবে। তার মৃত্যুতে স্থানীয় সাংবাদিক ও শিক্ষক মহলে শোকের ছায়া নেমে এসেছে।
বিআলো/আমিনা



