গোয়ালন্দে রেলওয়ে পুলিশের অভিযানে ৩০ পুড়িয়া হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
সোহেল রানা চৌধুরী, রাজবাড়ী: রাজবাড়ীর গোয়ালন্দে রেলওয়ে পুলিশ ফাঁড়ির বিশেষ অভিযানে ৩০ পুড়িয়া হেরোইনসহ মো. মিজানুর রহমান (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধারকৃত হেরোইনের ওজন প্রায় সাড়ে ৩ গ্রাম, যার বাজারমূল্য আনুমানিক ৩০ হাজার টাকা।
গ্রেফতারকৃত মিজানুর রহমান ফরিদপুর জেলার কোতোয়ালি থানার ডোমরাকান্দি গ্রামের মৃত শহিদ মোল্লার ছেলে।
গোয়ালন্দ রেলওয়ে পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দৌলতদিয়া রেলওয়ে স্টেশনের দক্ষিণ আউটার এলাকায় ছৈয়জুদ্দিন ফকিরের কবর সংলগ্ন রাস্তার ওপর অভিযান চালানো হয়। এ সময় মাদক ক্রয়-বিক্রয়ের সময় তাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৩০ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়।
এ বিষয়ে গোয়ালন্দ রেলওয়ে পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রাজ্জাক জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে গোয়ালন্দ রেলওয়ে পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।
বিআলো/ইমরান



