গোয়েন্দা পুলিশের অভিযানে বঙ্গবন্ধু পরিষদের যুগ্ম সম্পাদক গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সক্রিয় সদস্য এবং বঙ্গবন্ধু পরিষদ যাত্রাবাড়ী থানা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ আহম্মেদ শাহ (৩৭)কে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।
থানা সূত্রে জানা যায়, মারুফের বিরুদ্ধে আগে থেকেই ডিএমপি যাত্রাবাড়ী থানায় মামলা নং-৬০, তারিখ ২০ এপ্রিল ২০২৫ দায়ের ছিল। মামলাটি সন্ত্রাসবিরোধী আইন ২০০৯-এর ৮/৯/১০/১২ ধারায় রুজু করা হয়েছে।
এজাহারে উল্লেখ করা হয়েছে, ভোরে যাত্রাবাড়ীর কাজলারপাড় এলাকায় প্রায় ৫০-৬০ জন নিষিদ্ধ সংগঠনের সদস্য গোপন বৈঠক করছিল এবং সরকার ও রাষ্ট্রবিরোধী কার্যকলাপের ষড়যন্ত্রে লিপ্ত ছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়। পরে আটক দুইজনের জবানবন্দির ভিত্তিতে মারুফকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পর তিনি তার দুই ভাই শরিফ আহমেদ ও আরিফ আহমেদ এবং সাংবাদিক মোঃ বশির আহমেদ সানিকে দোষারোপ করে ভয়ভীতি ও মারধরের হুমকি দেন।
তদন্তে আরও উঠে এসেছে, ২০১৮ সালে সায়দাবাদ এলাকায় বহুতল ভবন নির্মাণের জন্য জমির মালিকদের সঙ্গে ৫ বছরের চুক্তি করার পর, চুক্তি শেষ হলেও মালিকদের প্রাপ্য অংশ না দিয়ে হুমকি দেন। একাধিক অভিযোগ ও জিডি (নং-১১৪৯, তারিখ ১৪/২/২০২৪ এবং নং-১৮০২, তারিখ ২৫/১২/২০২৪) দায়ের করা হয়েছিল।
ভূমি মালিকদের আরবিট্রেশন মামলার (৪৯৬/২০২৪) পর আদালত ফ্ল্যাট/জমি ক্রয়-বিক্রয় ও হস্তান্তরে নিষেধাজ্ঞা জারি করলেও, তার কোম্পানি ‘মারুফ প্রপার্টিজ লি.’—যা নিষিদ্ধ সংগঠনের অর্থ যোগানদাতা হিসেবেও চিহ্নিত—প্রতারণার মাধ্যমে ফ্ল্যাট বিক্রি চালিয়ে যায়।
অভিযোগ রয়েছে, আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নাম ব্যবহার করে দীর্ঘদিন ধরে জমি দখল, প্রতারণা, ভয়ভীতি ও হুমকির মাধ্যমে ব্যবসা চালিয়ে আসছিলেন।
গোয়েন্দা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত মারুফ আহম্মেদ শাহকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আদালতে প্রেরণ করা হয়েছে।
বিআলো/তুরাগ