গোরস্থান- মাদরাসা ও এতিম খানার আহ্বায়ক কমিটি গঠন: নির্বাচিত কমিটির উত্তেজনা
পাবনা জেলা প্রতিনিধি: পাবনার সাঁথিয়ায় গাঙ্গহাটি কেন্দ্রীয় গোরস্থান, হাফিজিয়া মাদরাসা ও এতিম খানার নির্বাচিত কমিটিকে বাদ দিয়ে নতুন আহ্বায়ক কমিটি গঠনের সিদ্ধান্তকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের মতে, যে কোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা রয়েছে এবং তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন।
ঘটনার বিষয়ে জানা গেছে, আলহাজ্ব মোঃ ইয়াছিন উদ্দিন শেখের ছেলে, শ্রমিক কল্যান ফেডারেশনের উপজলা সেক্রেটারি এসএম আওরঙ্গজেব মিষ্টি গাঙ্গহাটি কেন্দ্রীয় গোরস্থান, হাফিজিয়া মাদরাসা ও এতিম খানার অবৈধ আহ্বায়ক কমিটির কার্যক্রম বন্ধের জন্য উপজলা নির্বাহী অফিসারের নিকট অভিযোগ দাখিল করেছেন।
সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানাধীন গাঙ্গহাটি কেন্দ্রীয় গোরস্থান, হাফিজিয়া মাদরাসা ও এতিম খানার সভাপতির দায়িত্ব দীর্ঘদিন ধরে পালন করেছেন আলহাজ্ব মোঃ ইয়াছিন উদ্দিন শেখ। তবে সভাপতি না জানিয়ে প্রায় ৩–৪ মাস পূর্বে মাহবুব মার্শদ জোতিকে আহ্বায়ক করে একটি কমিটি গঠন করা হয়।
এসএম আওরঙ্গজেব মিষ্টি জানান, সভাপতি থাকাকালীন ক্যাশিয়ার, আলম ও মিজান হিসাব-নিকাশ সঠিকভাবে না করার কারণে সভাপতির সঙ্গে দ্বিধাদন্দ সৃষ্টি হয়। নিজের স্বার্থ হাসিলের জন্য গোপনে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। তিনি উক্ত কমিটির কার্যক্রম বন্ধের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং আতাইকুলা থানার মাধ্যমে আবেদন করেছেন।
অন্যদিকে, নতুন আহ্বায়ক কমিটির সভাপতি মাহবুব মার্শদ জোতি দাবি করেছেন, আলহাজ্ব মোঃ ইয়াছিন উদ্দিন শেখকে প্রতিষ্ঠানের সভাপতি বানানোর পর তিনি ৫ শতাংশ জমি প্রতিষ্ঠানে দান করার প্রতিশ্রুতি দেন। দীর্ঘ সময় পার হওয়া সত্ত্বেও জমি রেজিস্টার করা না হওয়ায় এলাকার সিদ্ধান্ত অনুযায়ী কমিটি ভেঙ্গে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার রিজু তামান্না বলেন, লিখিত অভিযোগ পাওয়ায় উপজলা সহকারি কমিশনার (ভূমি)-কে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিআলো/এফএইচএস



