গৌরনদীতে সেনাবাহীর অভিযানে গুলি ও ইয়াবাসহ শীর্ষ চিহ্নিত সন্ত্রাসী গ্রেপ্তার
dailybangla
26th Jan 2026 8:52 pm | অনলাইন সংস্করণ
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে গৌরনদী আর্মি ক্যাম্প বরিশালের গৌরনদী পৌরসভার কসবা এলাকায় গত শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে বিশেষ অভিযান চালায়। এ সময় শীর্ষ চিহ্নিত সন্ত্রাসী মো. রায়হান (৩৭) কে এয়ারগানের ১৮০ রাউন্ড গুলি, ১০৩ পিস ইয়াবা, বিভিন্ন ধরনের দেশীয় ধারালো অস্ত্র, দেশীয় ঢাল এবং যুদ্ধ সামগ্রীসহ গ্রেপ্তার করে।
গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসের জানান, গ্রেপ্তারকৃত রায়হানের বিরুদ্ধে থানায় অস্ত্র ও মাদকদ্রব্য আইনে অন্তত ৫টি মামলা রয়েছে। এ ঘটনায় মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। রবিবার গ্রেপ্তারকৃত মো. রায়হানকে বরিশাল আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
বিআলো/আমিনা



