গৌরীপুরে দৃষ্টিপ্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ
আব্দুর রউফ দুদু, গৌরীপুর (ময়মনসিংহ) : জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার সদস্যদের মাঝে ময়মনসিংহের গৌরীপুরে বুধবার (১৪ জানুয়ারি) শীতবস্ত্র বিতরণ করা হয়। বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি গৌরীপুর প্রেস ক্লাবের আহ্বায়ক মো. রইছ উদ্দিন। ভার্চ্যুয়ালি বক্তব্য রাখেন পুলিশ সার্জেন্ট মাহমুদুল হাসান মাসুদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা ময়মনসিংহ জেলা শাখার সভাপতি মো. রাসেল মিয়া। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. রিপন মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন গৌরীপুর পৌর উন্নয়ন সংগ্রাম পরিষদের সভাপতি মোহাম্মদ ইয়াহিয়া, গৌরীপুর রেলওয়ে নিরাপত্তা বিভাগের ইনচার্জ মো. মোর্শেদ আলম, রাজগৌরীপুর মানবিক ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো. ওয়ালিউল্লাহ রুবেল, মো. মোস্তফা, নুরুজ্জামান প্রমুখ। পুলিশ সার্জেন্ট মাহমুদুল হাসান মাসুদের অর্থায়নে শতাধিক দৃষ্টিপ্রতিবন্ধীর মাঝে এ দিন কম্বল বিতরণ করা হয়।
বিআলো/আমিনা



