গৌরীপুরে ধানের প্রার্থী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইনের নির্বাচনী প্রচারণা
আব্দুর রউফ দুদু, গৌরীপুর (ময়মনসিংহ) : ময়মনসিংহের গৌরীপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের প্রার্থী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইনের নির্বাচনী প্রচারণা ব্যাপক সাড়া ফেলেছে। তিনি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের চারবারের ধানের শীষের মনোনীত প্রার্থী।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) উপজেলার বিভিন্ন ইউনিয়ন, বাজার ও জনবহুল এলাকায় গণসংযোগ ও পথসভা করেন তিনি। এ সময় সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং এলাকার সমস্যা ও সম্ভাবনার কথা শোনেন। প্রচারণাকালে ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন বলেন, গৌরীপুরের মানুষ দীর্ঘদিন ভোটাধিকার ও কাঙ্খিত উন্নয়ন থেকে বঞ্চিত।
জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে আমি সংসদে গিয়ে মানুষের অধিকার ও এলাকার উন্নয়নের পক্ষে জোরালো ভূমিকা রাখবো। তিনি আরও বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে ভোট দিতে হবে। এসময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন। নির্বাচনী প্রচারণাকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
বিআলো/আমিনা



