গৌরীপুরে ধানের শীষের প্রার্থীর নির্বাচনী কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত
আব্দুর রউফ দুদু, গৌরীপুর (ময়মনসিংহ): ময়মনসিংহের গৌরীপুর উপজেলার অচিন্তপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপি ও সকল অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে রবিবার (১১ জানুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪৮, ময়মনসিংহ-৩ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসাইনের পক্ষে নির্বাচনী ওয়ার্ড কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গৌরীপুর উপজেলা কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক ডা. শওকতুল ইসলামের সঞ্চালনায় এবং ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রফিকুল ইসলাম দুলালের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অচিন্তপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম তালুকদার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য মোফাক্কারুল ইসলাম জাহাঙ্গীর, উপজেলা বিএনপির সদস্য আব্দুস সবুর মিল্টন, আসাদুজ্জামান আসাদ, হাফেজ চান মিয়া, মাসুদ করিম, উপজেলা বিএনপির সাবেক সদস্য মো. আব্দুর রউফ মিয়া, ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি সদস্য মনোয়ার শাহাদাত সরকার, অবসরপ্রাপ্ত সেনা সদস্য বদরুল ইসলাম রুয়েল, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন, যুবদল নেতা মো. কাঞ্চন মিয়া, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম মিলন, যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন তালুকদার আকাশসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বিআলো/ইমরান



