গ্রামীণ হেলথটেক লিমিটেড ও বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে চুক্তি স্বাক্ষর
নিজস্ব প্রতিবেদক: শীর্ষস্থানীয় হেলথটেক প্রতিষ্ঠান গ্রামীণ হেলথটেক লিমিটেড এবং বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) গ্রামীণ হেলথটেক লিমিটেডের কর্পোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ চুক্তি স্বাক্ষর সম্পন্ন হয়।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। এ সময় গ্রামীণ হেলথটেক লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. আহমেদ আরমান সিদ্দিকী, চিফ মার্কেটিং অফিসার কিংশুক হক এবং চিফ বিজনেস অফিসার সোলাইমান রাসেলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই অংশীদারিত্বের মাধ্যমে গ্রামীণ হেলথটেক লিমিটেড বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের কর্পোরেট ক্লায়েন্টদের নির্দিষ্ট চাহিদা অনুযায়ী সাশ্রয়ী, নির্ভরযোগ্য এবং অন-ডিমান্ড টেলিমেডিসিন সেবা প্রদান করবে।
সমঝোতা স্মারক স্বাক্ষর শেষে গ্রামীণ হেলথটেক লিমিটেডের সিইও ড. আহমেদ আরমান সিদ্দিকী গণমাধ্যমকর্মীদের বলেন,
“স্বাস্থ্যসেবায় বৈপ্লবিক পরিবর্তনের লক্ষ্যে আমরা অনেকটা পথ অতিক্রম করেছি। আজকের এই পার্টনারশিপ আমাদের সেই ধারাবাহিক প্রচেষ্টারই একটি গুরুত্বপূর্ণ প্রমাণ।”
বিআলো/ইমরান



