গ্রাম পুলিশের মাঝে সরকারি পোশাক ও সরঞ্জাম বিতরণ করলেন বাউফলের ইউএনও
মো.তরিকুল ইসলাম (মোস্তফা),বাউফল (পটুয়াখালী): পটুয়াখালীর বাউফল উপজেলায় গ্রাম পুলিশ সদস্যদের মাঝে সরকারি পোশাক ও বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম প্রধান অতিথি হিসেবে এসব সামগ্রী বিতরণ করেন।সরকারি সরঞ্জামের মধ্যে ছিল গ্রাম পুলিশদের ইউনিফর্ম, রেইনকোট,কোমরের বেল্ট, বেতের লাঠি, সোয়েটার,জ্যাকেট এবং জুতা। দফাদার-১৪ জন, মহল্লাদার-১৩৪ জন সর্বমোট ১৪৮জনকে বিতরণ করা হয়।
এ সময় ইউএনও আমিনুল ইসলাম গ্রাম পুলিশ সদস্যদের উদ্দেশে বলেন, “আপনারা গ্রামাঞ্চলে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমসহ সরকারের নানা সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে আপনাদের ভূমিকা প্রশংসনীয়। সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন অব্যাহত রাখলে প্রশাসন ও থানা আরও কার্যকরভাবে জনসেবা দিতে পারবে।”



