গ্রিসে ছিনতাইকারীর হামলায় গুরুতর আহত যুবদল নেতা ইসমাইল হোসেন প্রধান
বিশেষ প্রতিনিধি: গ্রিসে ছিনতাইকারীর হামলার শিকার হয়ে গুরুতর আহত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ইন গ্রিসের সাবেক সভাপতি ও প্রবাসী যুবনেতা ইসমাইল হোসেন প্রধান (রানা)। বর্তমানে তিনি গ্রিসের একটি স্বনামধন্য সরকারি হাসপাতাল কেএটি (KAT) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সম্প্রতি একটি ছিনতাইয়ের ঘটনায় বাধা দিতে গেলে দুর্বৃত্তদের হামলায় তিনি মারাত্মকভাবে আহত হন। ঘটনার পরপরই তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের বরাত দিয়ে জানা গেছে, তার শারীরিক অবস্থা এখনো গুরুতর হলেও ধীরে ধীরে উন্নতির দিকে রয়েছে এবং তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
আহত যুবনেতা ইসমাইল হোসেন প্রধান তার দ্রুত সুস্থতার জন্য দেশ ও প্রবাসে অবস্থানরত সকল শুভানুধ্যায়ী, সহকর্মী এবং সংগঠনের নেতাকর্মীদের কাছে দোয়া কামনা করেছেন।
এদিকে বাংলাদেশ মেধা বিকাশ সোসাইটি এক বিবৃতিতে তার আশু সুস্থতা কামনা করে এই ন্যাক্কারজনক হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
ঘটনার পর থেকে প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে উদ্বেগ ও সহানুভূতির আবহ বিরাজ করছে। কমিউনিটির নেতৃবৃন্দ তার দ্রুত আরোগ্য কামনার পাশাপাশি প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছেন।
বিআলো/তুরাগ



