গ্লোবাল এনআরবি অ্যাওয়ার্ডস ২০২৫ পেলেন ড. সাদী-উজ-জামান
আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের রিয়েল এস্টেট খাতের সাফল্য
মো. ইব্রাহীম হোসেন: নতুনধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. সাদী-উজ-জামান রিয়েল এস্টেট ও কমিউনিটি ডেভেলপমেন্ট খাতে দূরদর্শী নেতৃত্বের স্বীকৃতি হিসেবে “ভিশনারি লিডারশিপ ইন রিয়েল এস্টেট অ্যান্ড কমিউনিটি ডেভেলপমেন্ট” ক্যাটাগরিতে ‘গ্লোবাল এনআরবি অ্যাওয়ার্ডস ২০২৫’ অর্জন করেছেন।
গত ৩০ ডিসেম্বর রাজধানীর শেরাটন ঢাকা হোটেলের গ্র্যান্ড বলরুমে অনুষ্ঠিত এনআরবি গ্লোবাল কনভেনশন ঢাকা ২০২৫-এ আনুষ্ঠানিকভাবে তার হাতে এই সম্মাননা তুলে দেন বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ. মনসুর। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে সম্মেলনের উদ্বোধন করেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
এনআরবি গ্লোবাল কনভেনশন ২০২৫-এ বিশ্বের প্রায় ২৫টি দেশের প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের মধ্যে উদ্যোক্তা, চিকিৎসক, প্রকৌশলী, বিজ্ঞানী, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং তথ্যপ্রযুক্তি খাতের পেশাজীবীরা উল্লেখযোগ্য ছিলেন।
অনুষ্ঠানে আমেরিকা-বাংলাদেশ চেম্বার, কানাডা-বাংলাদেশ চেম্বার, ব্রিটিশ-বাংলাদেশ চেম্বার, ইউকে বাংলাদেশ ক্যাটালিস্টস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুবাই, সিঙ্গাপুর-বাংলাদেশ চেম্বার, জাপান-বাংলাদেশ চেম্বার, কোরিয়া-বাংলাদেশ চেম্বার ও অস্ট্রেলিয়া-বাংলাদেশ চেম্বারসহ বিভিন্ন আন্তর্জাতিক ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদল অংশগ্রহণ করে।
এছাড়া দেশের বিভিন্ন ব্যবসায়ী সংগঠন ও চেম্বারের নেতৃবৃন্দও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ড. সাদী-উজ-জামানের এই আন্তর্জাতিক স্বীকৃতি বাংলাদেশের রিয়েল এস্টেট ও কমিউনিটি ডেভেলপমেন্ট খাতে একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বিআলো/তুরাগ



