‘গ্লোবাল লিডার ইন এক্সপোর্ট–ইমপোর্ট ও ব্যাংকিং’ সম্মাননায় এ এইচ এম মওদুদ এলাহী
নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ এশিয়ার ব্যবসায়িক অঙ্গনে এক গৌরবময় অর্জন হিসেবে ডোরিন গ্রুপের ডিরেক্টর (কমার্শিয়াল ও ব্যাংকিং) এ এইচ এম মওদুদ এলাহী অর্জন করেছেন “গ্লোবাল লিডার ইন এক্সপোর্ট, ইমপোর্ট অ্যান্ড ব্যাংকিং ম্যানেজমেন্ট” সম্মাননা।
শ্রীলঙ্কার কলম্বোর Cinnamon Life – City of Dreams–এ অনুষ্ঠিত South Asian Business Excellence Awards 2025–এর ৯ম আয়োজনের বিশেষ আসরে তাকে এই পুরস্কার দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রীলঙ্কার সাবেক রাষ্ট্রপতি মৈত্রীপালা সিরিসেনা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকিস্তানের ফেডারেল মিনিস্টার ফর ডিফেন্স প্রোডাকশন মোহাম্মদ রাযা হায়াত হাররাজ, শ্রীলঙ্কা পার্লামেন্টের সাবেক ডেপুটি স্পিকার থিলাঙ্গা সুমাথিপালা, শ্রীলঙ্কাস্থ নেপালের রাষ্ট্রদূত ড. পূর্ণ বাহাদুর নেপালি এবং ভারতের হাইকমিশনের কাউন্সেলর সানজীব আরোরা। দক্ষিণ এশিয়ার নীতিনির্ধারক, কূটনীতিক ও ব্যবসায়িক নেতাদের উপস্থিতিতে সম্মাননা গ্রহণ করেন মওদুদ এলাহী।
সম্প্রতি তিনি ডোরিন গ্রুপে ডিরেক্টর (কমার্শিয়াল ও ব্যাংকিং) হিসেবে যোগদান করেছেন। এর আগে দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান—এলিগ্যান্ট গ্রুপ, থার্মেক্স গ্রুপ, দেবা গ্রুপ ও ভেনাস গ্রুপে জেনারেল ম্যানেজার ও বিভাগীয় প্রধান হিসেবে দীর্ঘসময় দায়িত্ব পালন করে অর্জন করেছেন পেশাগত দক্ষতা ও সুুনাম। আন্তর্জাতিক বাণিজ্য, রপ্তানি–আমদানি ব্যবস্থাপনা, সাপ্লাই চেইন, ব্যাংকিং ও কমার্শিয়াল অপারেশনে তার কৌশলগত নেতৃত্ব শিল্পখাতে বিশেষভাবে প্রশংসিত।
শিক্ষাগত যোগ্যতায়ও তিনি সমানভাবে কৃতিত্বপূর্ণ।
তিনি গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকে এমবিএ, সরকারি তিতুমীর কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে এমএসএস এবং ইসলামিক আরবি বিশ্ববিদ্যালয় থেকে এমএ ডিগ্রি অর্জন করেন। এছাড়া আন্তর্জাতিক ব্যাংকিং দক্ষতায় বিশেষায়িত CDCS সনদ লাভ করেন লন্ডন ইন্সটিটিউট অব ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স থেকে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে LCMC সার্টিফিকেশন অর্জন করেন।
দেশি–বিদেশি অসংখ্য পেশাগত প্রশিক্ষণ গ্রহণের পাশাপাশি মওদুদ এলাহী ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ–এর SEIP–IBA প্রকল্পের অধীনে Post Graduate Diploma in Garments Business প্রোগ্রামে গেস্ট লেকচারার হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ট্রেইনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (TAB), প্রফেশনাল পাবলিক স্পিকারস ফোরাম (PPSF), বাংলাদেশ অর্গানাইজেশন ফর লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট (BOLD)–এর সম্মানিত সদস্য এবং লিডারস ফোরাম বাংলাদেশ–এর আজীবন সদস্য।
পুরস্কারপ্রাপ্তির অনুভূতি জানিয়ে মওদুদ এলাহী বলেন,
“আলহামদুলিল্লাহ। এই আন্তর্জাতিক সম্মাননা আমার টিমওয়ার্ক, ত্যাগ, নিবেদন এবং পরিবারের অব্যাহত সমর্থনের ফল। বাংলাদেশের হয়ে বৈশ্বিক মঞ্চে দাঁড়ানো আমার জন্য গর্ব ও অনুপ্রেরণার।”
রপ্তানি–বাণিজ্য ও ব্যাংকিং ব্যবস্থাপনায় তার কার্যকর নেতৃত্ব এবং পেশাগত অবদানকে দক্ষিণ এশিয়ার বাণিজ্যক্ষেত্রে বিশেষ অর্জন হিসেবে দেখা হচ্ছে—যা বাংলাদেশের শিল্প ও ব্যবসায়িক খাতে নতুন অনুপ্রেরণা যোগাবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।
বিআলো/ইমরান



