গ্লোবাল হিউম্যান রাইটস অ্যাওয়ার্ড ২০২৫ পেলেন আদ্রিকা এ্যানী
মানবাধিকার অঙ্গনে নতুন স্বীকৃতি
হৃদয় খান: মানবাধিকার চর্চা ও সামাজিক দায়বদ্ধতায় অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ গ্লোবাল হিউম্যান রাইটস অ্যাওয়ার্ড ২০২৫ অর্জন করেছেন মডেল ও অভিনেত্রী আদ্রিকা এ্যানী। এই সম্মাননা প্রাপ্তির মধ্য দিয়ে বিনোদন জগতের পাশাপাশি মানবিক কর্মকাণ্ডেও তার অবস্থান আরও দৃঢ় হলো।
২৮ জানুয়ারি ঢাকার তোপখানা রোডে অবস্থিত বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় এই মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান। আন্তর্জাতিক প্রবাসী মানবাধিকার ফাউন্ডেশন–এর আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের সম্মাননা দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় আদ্রিকা এ্যানীর হাতে তুলে দেওয়া হয় গ্লোবাল হিউম্যান রাইটস অ্যাওয়ার্ড ২০২৫।
সম্মাননা গ্রহণের পর অনুভূতি প্রকাশ করে আদ্রিকা এ্যানী বলেন, “এত বড় একটি মানবাধিকার সম্মাননা পেয়ে আমি সত্যিই ভীষণ আনন্দিত। এই স্বীকৃতির সঙ্গে আমার দায়িত্ব আরও বেড়ে গেছে।”
তিনি আরও বলেন, এই অ্যাওয়ার্ড তাকে ভবিষ্যতে আরও ভালো, অর্থবহ ও মানবিক কাজ করার অনুপ্রেরণা জোগাবে।
মানবাধিকার বিষয়ক সামাজিক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করে এই অভিনেত্রী জানান, যেহেতু এটি হিউম্যান রাইটস সংক্রান্ত সম্মাননা, তাই ভবিষ্যতে মানবাধিকার নিয়ে বিভিন্ন সামাজিক উদ্যোগে সক্রিয়ভাবে পাশে থাকতে চান তিনি। মানবাধিকার সুরক্ষায় কাজ করা সংগঠন ও কার্যক্রমে অংশগ্রহণের প্রত্যয়ও ব্যক্ত করেন আদ্রিকা এ্যানী।
তার মতে, “ভালো কিছু করতে চাইলে আগে ভালো কাজ করতে হয়। ভালো কাজ ছাড়া এমন স্বীকৃতি পাওয়া সম্ভব নয়।”
বাংলাদেশে এসে একের পর এক সম্মাননা পাওয়া তাকে আবেগাপ্লুত করেছে বলেও জানান তিনি। প্রতিটি স্বীকৃতির সঙ্গে দায়িত্ব বাড়ছে উল্লেখ করে আদ্রিকা এ্যানী বলেন, এই দায়িত্ববোধই তাকে সামনে আরও ভালো কিছু করার সাহস ও অনুপ্রেরণা দিচ্ছে।
শেষে এই সম্মাননার জন্য আন্তর্জাতিক প্রবাসী মানবাধিকার ফাউন্ডেশন–এর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
বিআলো/তুরাগ



