ঘন কুয়াশা কাটায় বরিশাল-ঢাকা নৌরুটে লঞ্চ চলাচল শুরু
বরিশাল ব্যুরো: ঘন কুয়াশা ও প্রতিকূল আবহাওয়ার কারণে টানা দুই দিন বন্ধ থাকার পর অবশেষে বরিশাল-ঢাকা নৌরুটে পুনরায় লঞ্চ চলাচল শুরু হয়েছে। এতে দীর্ঘ সময় দুর্ভোগে পড়া যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুর থেকে অভ্যন্তরীণ নৌরুটে যাত্রীবাহী লঞ্চ চলাচলের অনুমতি দেয়। একইদিন রাত থেকেই বরিশাল-ঢাকা রুটে লঞ্চ চলাচল স্বাভাবিক হয়।
লঞ্চ চলাচল শুরু হওয়ায় বরিশাল নদীবন্দর এলাকায় যাত্রীদের উপস্থিতি ও ভিড় লক্ষ্য করা গেছে। যাত্রীরা জানান, দীর্ঘ অপেক্ষার পর নৌযান চলাচল শুরু হওয়ায় তারা স্বস্তি অনুভব করছেন।
নদীবন্দর ও লঞ্চ কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, মঙ্গলবার ঢাকা থেকে বরিশালের উদ্দেশে মানামি, পারাবত-১৮, কুয়াকাটা-২ ও শুভরাজ-৯ লঞ্চ ছেড়ে আসার কথা রয়েছে।
অন্যদিকে বরিশাল থেকে ঢাকার উদ্দেশে পারাবত-১১, সুরভী-৭, পারাবত-১২ ও এম খান-৭ লঞ্চ যাত্রা শুরু করেছে।
এছাড়া ঢাকা-চাঁদপুর-বরিশাল-ঝালকাঠি রুটে এমভি ফারহান-৭ এবং ঝালকাঠি-বরিশাল-চাঁদপুর-ঢাকা রুটে এমভি সুন্দরবন-১২ যাত্রী পরিবহন করছে।
উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর সন্ধ্যা ৬টার দিকে ঘন কুয়াশার কারণে বরিশাল নদীবন্দর থেকে ঢাকাগামী পাঁচটি লঞ্চের যাত্রা বাতিল করা হয়। যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে বিআইডব্লিউটিএ লঞ্চগুলোর যাত্রা স্থগিত করে এবং আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত সব নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়।
বিআইডব্লিউটিএ বরিশাল নদীবন্দরের নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের পরিদর্শক জুলফিকার আলী জানান, “ঘন কুয়াশার কারণে ঢাকা অফিসের নির্দেশে বরিশাল-ঢাকা রুটে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছিল। বর্তমানে আবহাওয়া স্বাভাবিক হওয়ায় মঙ্গলবার থেকে পুনরায় লঞ্চ চলাচল শুরু করা হয়েছে।”
বিআলো/তুরাগ



