ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে ৪ লাখ ইয়াবা জব্দ
মাদকবিরোধী যুদ্ধে বিজিবির বড় অর্জন
নিজস্ব প্রতিবেদক: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর সদস্যরা বিশেষ অভিযানে ৪ লাখ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়েছেন।
মঙ্গলবার (২৮ অক্টোবর) কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অধীনস্থ ঘুমধুম বিওপি’র একটি বিশেষ টহলদল পশ্চিম দরগাহ বিল কবরস্থান এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। অভিযানে আসামীবিহীন অবস্থায় ৪,০০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়। এটি সাম্প্রতিক সময়ে কক্সবাজার ব্যাটালিয়নের অন্যতম বৃহৎ ইয়াবা উদ্ধার অভিযান হিসেবে বিবেচিত হচ্ছে।
বিজিবি সূত্রে জানা যায়, গত ছয় মাসে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) মোট ১৩,৪১,১৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য জব্দ করেছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪০ কোটি ২৪ লক্ষ টাকা। এছাড়াও অন্যান্য চোরাচালানী মালামালসহ সর্বমোট ৫০ কোটি ৭৯ লক্ষ টাকার পণ্য জব্দ এবং মাদক পাচার ও চোরাচালানে জড়িত ৯৫ জনকে আটক করা হয়েছে।
অবৈধ পারাপার, মাদক চোরাচালান ও সীমান্ত এলাকায় মাইন বিস্ফোরণ প্রতিরোধে ব্যাটালিয়ন নিয়মিত জনসচেতনতামূলক সভা ও প্রচার কার্যক্রম পরিচালনা করছে। পাশাপাশি স্থানীয় স্কুল-মাদ্রাসার মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা, খেলাধুলার সামগ্রী বিতরণ, দুঃস্থ নারীদের সেলাই মেশিন প্রদান, এবং বৌদ্ধ বিহারে অনুদান প্রদানসহ বিভিন্ন সামাজিক উদ্যোগও গ্রহণ করছে ব্যাটালিয়নটি।
কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বলেন—“বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, বরং মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
বিআলো/তুরাগ



