ঘূর্ণিঝড় ‘মন্থা’র তাণ্ডব: অন্ধ্রপ্রদেশে ফসল ও জনজীবনে বিপর্যয়
আর্ন্তজাতিক ডেস্ক: ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলে প্রবল ঘূর্ণিঝড় ‘মন্থা’ আঘাত হেনে ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটিয়েছে। সোমবার (২৮ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে উপকূল অতিক্রম শুরু করে ঝড়টি। এর প্রভাবে অন্ধ্রপ্রদেশ ও পার্শ্ববর্তী ওড়িশা রাজ্যে প্রবল বৃষ্টি, ঝোড়ো হাওয়া ও জলোচ্ছ্বাসে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।
পুলিশ সূত্রে জানা গেছে, কোনাসীমা জেলার মাকানাগুদেম গ্রামে প্রবল বাতাসে একটি তালগাছ ভেঙে পড়লে এক নারী নিহত হন। রাজ্য সরকারের প্রাথমিক হিসাব অনুযায়ী, ঘূর্ণিঝড়ে প্রায় ৩৮ হাজার হেক্টর কৃষিজমি ও এক লাখ ৩৮ হাজার হেক্টর উদ্যান ফসল সম্পূর্ণ ধ্বংস হয়েছে। নিরাপত্তার জন্য ৭৬ হাজার মানুষকে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে, এবং ক্ষতিগ্রস্ত এলাকায় ২১৯টি মেডিক্যাল ক্যাম্প চালু করা হয়েছে।
অন্ধ্রপ্রদেশের উপকূলীয় জেলাগুলোর জন্য আবহাওয়া দপ্তর রেড অ্যালার্ট জারি করেছে। সমুদ্র উত্তাল থাকায় জলোচ্ছ্বাসে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। কাকিনাডা বন্দরে ১০ নম্বর বিপৎসংকেত জারি করা হয়েছে, যা সর্বোচ্চ সতর্কতা।
যদিও ঝড়টি ধীরে ধীরে দুর্বল হচ্ছে, তবু উপকূলীয় অঞ্চলে বৃষ্টি ও জলোচ্ছ্বাসের আশঙ্কা এখনো অব্যাহত রয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
বিআলো/শিলি



