ঘূর্ণিঝড় ‘মস্থা’র প্রভাব: টানা পাঁচ দিন বৃষ্টি হতে পারে
বিআলো ডেস্ক: দেশের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচ দিন ধরে বজ্রসহ ভারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। প্রবল ঘূর্ণিঝড় ‘মস্থা’ অন্ধ্র প্রদেশের উপকূল অতিক্রম করায় এর প্রভাব এখনও বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অনুভূত হচ্ছে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘মস্থা’ গত ২৮ অক্টোবর মধ্যরাতে ভারতের অন্ধ্র প্রদেশ উপকূল অতিক্রম করেছে। এটি ধীরে ধীরে দুর্বল হয়ে প্রথমে ঘূর্ণিঝড় এবং পরে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে।
আগামী পাঁচ দিনের আবহাওয়া:
বুধবার: রংপুর, রাজশাহী, খুলনা- অনেক জায়গায়; ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম, সিলেট- কিছু জায়গায় বৃষ্টি। ভারি বর্ষণ কোথাও কোথাও।
বৃহস্পতিবার: রংপুর, রাজশাহী, ময়মনসিংহ- অধিকাংশ জায়গায়; খুলনা, সিলেট- অনেক জায়গায়; ঢাকা, চট্টগ্রাম, বরিশাল- কিছু জায়গায়। তাপমাত্রা ১-২° কমতে পারে।
শুক্রবার: রংপুর, ময়মনসিংহ- অধিকাংশ জায়গায়; অন্যান্য বিভাগ- কিছু কিছু জায়গায়। ভারি বর্ষণ রংপুর ও ময়মনসিংহে।
শনিবার: রংপুর, রাজশাহী, ময়মনসিংহ- অধিকাংশ জায়গায়; ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট- অনেক জায়গায়। ভারি বৃষ্টি কোথাও কোথাও।
রোববার: ময়মনসিংহ, ঢাকা, সিলেট- অনেক জায়গায়; অন্যান্য বিভাগ- কিছু কিছু জায়গায়। ভারি বর্ষণ সম্ভাবনা।
সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা বেশিরভাগ সময় প্রায় অপরিবর্তিত বা সামান্য কমতে পারে।
বিআলো/শিলি



