চকরিয়ায় দাঁড়িপাল্লা প্রার্থীর সমর্থনে পথসভা
শাহরিয়ার মাহমুদ রিয়াদ, চকরিয়া (কক্সবাজার) : চকরিয়ার উপজেলার কৈয়ারবিল ইউনিয়ন জামায়াতের উদ্যোগে ইউনিয়ন পরিষদ মাঠে দাঁড়িপাল্লা মার্কার সমর্থনে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চকরিয়া-পেকুয়া আসনে ১১ দলীয় জোট মনোনীত দাঁড়িপাল্লার প্রার্থী আবদুল্লাহ আল ফারুক।
তিনি বলেন, নির্বাচিত হলে সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। তিনি রাজনৈতিক প্রতিহিংসামুক্ত ও ইনসাফভিত্তিক চকরিয়া-পেকুয়া গড়ে তোলার অঙ্গীকার করেন। পাশাপাশি খিলছাদক বিএমচর এলাকার কাঠের সেতুর পরিবর্তে স্থায়ী সেতু নির্মাণের প্রতিশ্রুতিও দেন।
কৈয়ারবিল ইউনিয়ন জামায়াতের সাবেক সভাপতি অলি উল্লাহ নাজেরীর সভাপতিত্বে ও সেক্রেটারি মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত পথসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি মুহাম্মদ হেদায়েত উল্লাহ, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক বাহার উদ্দিন জুবায়ের, ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা আরিফুল ইসলাম ও চকরিয়া উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা ছাবের আহমদ।
এছাড়া বক্তব্য রাখেন বরইতলী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ছালেকুজ্জামান, লক্ষ্যারচর ইউপির সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা কাইছার, কৈয়ারবিল ইউনিয়ন জামায়াতের সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবক মুহাম্মদ রিয়ানুল হক, উপজেলা এনসিপি নেতা জিল্লুর রহমান ফয়সাল, ইউনিয়ন জামায়াতের সাবেক সভাপতি কাজী মোশাররফ হোসেন, জামায়াত নেতা শহিদুল ইসলাম, হারুনুর রশিদ টিপু প্রমুখ।
সভায় বক্তারা, ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় দাঁড়িপাল্লা মার্কার বিজয় নিশ্চিত করার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালনের আহবান জানান। এসময় চকরিয়া উপজেলা জামায়াতের বায়তুলমাল সেক্রেটারি মাওলানা সিরাজুল ইসলাম, কৈয়ারবিল ইউনিয়ন শ্রমিক কল্যাণের সভাপতি প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ ইলিয়াছ সাঈদী, যুবনেতা মোবারক হোসেন জিহান, শামসুল আলম সাঈদীসহ জামায়াতে ইসলামী ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিআলো/আমিনা



