• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    চকরিয়ায় বন্য হাতির আক্রমণে আহত ২ 

     dailybangla 
    26th Sep 2024 10:45 pm  |  অনলাইন সংস্করণ

    চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়ায় দলছুট এক বন্য হাতির আক্রমণে দুজন আহত হয়েছেন। এ সময় অন্তত সাতটি বসতঘরে হামলে পড়ে হাতিটি।

    বুধবার (২৫ সেপ্টেম্বর) রাতে উপজেলার সুরাজপুর- মানিকপুর ইউনিয়নের নতুনবাজার খন্দকারপাড়ায় এ ঘটনা ঘটে। চকরিয়ার সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। আহতরা হলেন মোহাম্মদ পারভেজ (৪০) ও লুৎফর রহমান (২০)।

    মোহাম্মদ পারভেজ একজন গাড়িচালক ও লুৎফর রহমান শিক্ষার্থী। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় বাসিন্দা বলেন, দলছুট একটি বন্য হাতি লোকালয়ে ঢুকে অন্তত সাতটি বসতঘরের বেড়া উপড়ে ফেলে।

    এ সময় পারভেজ ও লুৎফর বাজার থেকে বাড়ি ফিরছিলেন। কাছাকাছি পেয়ে হঠাৎ হাতিটি তাদের ওপর আক্রমণ করে। পায়ে, মুখে, কোমরে ও হাতে আঘাত পেয়েছেন তারা। তাদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। চকরিয়ার সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিমুল হক বলেন, হাতির আক্রমণে গুরুতর আহত অবস্থায় দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930