চট্টগ্রামকে আন্তর্জাতিক ট্রেডিং ও লজিস্টিকস হাবে গড়ার পরিকল্পনা বিএনপির : আমীর খসরু
চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম বন্দর ও সমুদ্র অঞ্চলকে আন্তর্জাতিক ট্রেডিং পোর্টে রূপান্তরের পরিকল্পনার কথা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, চট্টগ্রাম শুধু বাংলাদেশের নয় বরং দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম প্রধান বাণিজ্য ও লজিস্টিকস কেন্দ্রে পরিণত হবে।
সোমবার (২৬ জানুয়ারি) সকালে নগরের গোসাইলডাঙ্গা ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগে তিনি বলেন, চট্টগ্রাম বন্দর ও শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরকে ঘিরে আধুনিক ওয়্যারহাউজ, কনটেইনার ডিপো, শিপিং সার্ভিসসহ আন্তর্জাতিক মানের ব্যবসায়িক অবকাঠামো গড়ে তোলা হবে।
এই অঞ্চল হবে দেশের ট্রেডিং পোস্ট ও ম্যানুফ্যাকচারিং সেন্টার। তিনি আরও বলেন, আলাদা করে বাণিজ্যিক রাজধানী ঘোষণার প্রয়োজন নেই ভৌগোলিক অবস্থান ও অবকাঠামোগত সুবিধার কারণে চট্টগ্রাম স্বাভাবিকভাবেই বাংলাদেশের বাণিজ্যিক রাজধানীতে পরিণত হবে।
নেতাকর্মীদের উদ্দেশে তিনি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল রাজনীতির আহ্বান জানিয়ে বলেন, এবারের নির্বাচন জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র রক্ষার লড়াই। জনগণের দোরগোড়ায় গিয়ে বিএনপির উন্নয়ন ও জনকল্যাণমূলক পরিকল্পনা তুলে ধরাই হবে দলের প্রধান কাজ।
এ সময় আরো উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী বেলাল সদস্য বিএনপি নেতা মো. মুছা, মো. সবুর, বিএনপি নেতা জাহিদ হাসান, নুরুল আমিন, মো. হারুন, হুমায়ুন কবির সোহেল, আবু সাঈদ হারুন, মো. শাহজাহান, মো. নেজাম উদ্দিন প্রমুখ।
বিআলো/আমিনা



