চট্টগ্রামের বাঁশখালীতে অস্ত্রসহ ‘মনসুর বাহিনী’র ৫ সন্ত্রাসী আটক
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার নতুন বাজার সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৩টি দেশীয় আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও গোলাবারুদসহ ‘মনসুর বাহিনী’র পাঁচ সক্রিয় সন্ত্রাসীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
বৃহস্পতিবার দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, দীর্ঘদিন ধরে কুখ্যাত সন্ত্রাসী মনসুর বাহিনী এলাকায় অস্ত্রের মুখে স্থানীয়দের জিম্মি করে চাঁদাবাজি, জমি দখল ও আধিপত্য বিস্তারের মতো বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। জনগণ প্রতিবাদ করলেই বাহিনীর সদস্যরা গোলাগুলি ও নানা ধরনের হুমকির মাধ্যমে এলাকায় আতঙ্ক ছড়াত।
এ পরিস্থিতিতে স্থানীয়দের অনুরোধে কোস্ট গার্ড ওই এলাকায় গোয়েন্দা নজরদারি জোরদার করে।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ভোরে (রাত ৩টা থেকে সকাল ৬টা পর্যন্ত) কোস্ট গার্ড বেইজ চট্টগ্রামের একটি বিশেষ দল অভিযান চালিয়ে ৩টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৮ রাউন্ড তাজা কার্তুজ, ১৫ রাউন্ড ফাঁকা কার্তুজ ও ৮টি দেশীয় অস্ত্র জব্দ করে এবং পাঁচ সন্ত্রাসীকে আটক করে। আটক ব্যক্তিরা হলেন-আবু নছর চৌধুরি (৪৪), আব্দুল কাদের (৪০), মোঃ জমির আহমদ (৫৫), মোঃ জিয়াউর রহমান (৫০) ও মোঃ সোহেল (২১)—সকলেই বাঁশখালী থানার বাসিন্দা।
অভিযান চলাকালে একদল অজ্ঞাত সন্ত্রাসী কোস্ট গার্ডের গাড়িতে অতর্কিত হামলা চালিয়ে ভাঙচুর করে এবং আটক ব্যক্তিদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এসময় আত্মরক্ষার্থে কোস্ট গার্ড সদস্যরা ৩ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।
জব্দকৃত আলামত ও আটক সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানানো হয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ড নির্মূলে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
বিআলো/এফএইচএস



