• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    চট্টগ্রামে গ্রাসহপার বিল্ডিং ম্যাটেরিয়ালসের দ্বিতীয় কারখানার যাত্রা শুরু 

     dailybangla 
    15th Sep 2025 7:16 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: দেশের শীর্ষস্থানীয় পেভমেন্ট টাইলস ও পরিবেশবান্ধব কংক্রিট ব্লক প্রস্তুতকারক গ্রাসহপার বিল্ডিং ম্যাটেরিয়ালস লিমিটেড (GBML) চট্টগ্রামের ভাটিয়ারিতে তাদের দ্বিতীয় উৎপাদন কারখানা উদ্বোধন করেছে। আধুনিক প্রযুক্তি-নির্ভর এই কারখানা চট্টগ্রামের সবচেয়ে বড় পেভমেন্ট টাইলস প্রস্তুতকারক এবং একমাত্র ফেয়ার-ফেস কংক্রিট ব্লক উৎপাদক হিসেবে পরিচিত।

    নতুন কারখানায় প্রতি ঘণ্টায় ১,০০০ বর্গফুট প্রিমিয়াম মানের পেভমেন্ট টাইলস এবং প্রতিদিন ১৬,০০০ ফেয়ার-ফেস ব্লক উৎপাদন ক্ষমতা রয়েছে। এতে স্থানীয় বাজারের ক্রমবর্ধমান চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ অবদান রাখার আশা প্রকাশ করা হয়েছে। সব পণ্যই বুয়েট পরীক্ষিত, যা দৃঢ়তা, স্থায়িত্ব ও নান্দনিক মান নিশ্চিত করে এবং শীর্ষ স্থপতিদের আস্থার প্রতীক হিসেবে পরিণত হয়েছে।

    গ্রাসহপার গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর এম. মাহমুদুর রশিদ জানান, দীর্ঘদিন ধরে চট্টগ্রামে পণ্যের চাহিদা থাকলেও সাভার কারখানার সরবরাহ ব্যয়বহুল ও জটিল ছিল। স্থানীয় বাজারে দ্রুত এবং দক্ষ সরবরাহ নিশ্চিত করতে নতুন কারখানা স্থাপন করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, শিগগিরই দেশের বিভিন্ন স্থানে আরও নতুন কারখানা গড়ে তোলা হবে।

    এই কারখানা শুধু নির্মাণ শিল্পে নতুন মানদণ্ড স্থাপন করছে না, কর্মসংস্থান সৃষ্টিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, যেখানে নারীদের অংশগ্রহণও উল্লেখযোগ্য। পাশাপাশি স্থানীয় সরবরাহকারীদের ব্যবসায় নতুন গতি যোগ হচ্ছে। গ্রাসহপার গ্রুপের চেয়ারম্যান মো. তানজির ওমর ফারুক বলেন, প্রতিষ্ঠানটি সরাসরি জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs)-এ অবদান রাখছে। পরিবেশবান্ধব নির্মাণ সামগ্রী ব্যবহার বাড়ানো, বনায়ন কর্মসূচি, নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার এবং বৃষ্টির পানি সংরক্ষণের মতো উদ্যোগ নেওয়া হয়েছে।

    গবেষণা ও উন্নয়ন বিভাগের প্রধান আর্কিটেক্ট ড. এম. মাসুদ উর রশিদ জানান, প্রতিষ্ঠানটি নিয়মিত নতুন প্রযুক্তি ও ধারণা নিয়ে কাজ করছে। লক্ষ্য হলো আরও হালকা, টেকসই, মজবুত এবং নিখুঁত ফিনিশিং সহ পণ্য তৈরি করা। চট্টগ্রাম কারখানার মাধ্যমে স্থানীয় বাজারে সর্বোচ্চ মানসম্পন্ন ও পরিবেশবান্ধব সমাধান পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।

    উদ্ভাবন ও উৎকর্ষকে মূল চালিকাশক্তি হিসেবে নিয়েই GBML ক্রমাগত গবেষণা ও উন্নয়নে বিনিয়োগ করছে। প্রতিষ্ঠানটির অঙ্গীকার হলো গ্রাহকদের জন্য নান্দনিক, টেকসই এবং উচ্চ কার্যক্ষম পণ্য সরবরাহ করা, একই সঙ্গে সবুজ ও টেকসই নির্মাণশিল্পের ভবিষ্যৎ গড়ে তোলা।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930