চট্টগ্রামে ডাকাত আস্তানা গুঁড়িয়ে দিল কোস্ট গার্ড, উদ্ধার অস্ত্র-কার্তুজ
কর্ণফুলীতে কোস্ট গার্ডের বিশেষ অভিযান
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় অভিযান চালিয়ে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড তাজা কার্তুজ জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। বৃহস্পতিবার (২৮ আগস্ট ২০২৫) ভোরে কোস্ট গার্ড বেইস চট্টগ্রামের সদস্যরা ডাঙ্গারচর সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক দুপুরে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৪টার দিকে কর্ণফুলী থানার ডাঙ্গারচর এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। এসময় ডাকাত দলের আস্তানায় তল্লাশি চালিয়ে একটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড তাজা কার্তুজ জব্দ করা হয়। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
তিনি আরও বলেন, জব্দকৃত অস্ত্র ও গুলির বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং নদীপথকে নিরাপদ করার লক্ষ্যে ভবিষ্যতেও কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।
স্থানীয় সূত্র জানায়, কর্ণফুলী নদী ও চরাঞ্চল দীর্ঘদিন ধরে ডাকাত দলের সক্রিয় এলাকায় পরিণত হয়েছে। মাঝেমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে অস্ত্র উদ্ধার হলেও ডাকাতরা পালিয়ে যায়। তাই স্থানীয়রা আরও ঘন ঘন অভিযান চালানোর দাবি জানিয়েছেন, যাতে নদীপথে নিরাপত্তা নিশ্চিত হয়।
বিআলো/তুরাগ