চট্টগ্রামে প্লাস্টিক গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৬ ইউনিট
dailybangla
14th Feb 2025 11:44 pm | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের হালিশহর এলাকায় একটি প্লাস্টিকের গোডাউনে অগ্নিকাণ্ড ঘটেছে।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা ২৫ মিনিটের দিকে ৩৭ নম্বর ওয়ার্ড মুন্সি পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
সবশেষ রাত ৮টার দিকে পাওয়া তথ্য অনুযায়ী, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি স্টেশনের ৬টি ইউনিট কাজ করছে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, যে স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, সেখানে প্লাস্টিকের ক্যারেট রাখা হয়েছিল। অগ্নিকাণ্ডের কারণ এখনো জানা যায়নি।
বিআলো/শিলি