চট্টগ্রামে মিছিল চলাকালে কিশোরের মৃত্যু
চট্টগ্রাম ব্যুরো : বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী সমাবেশকে কেন্দ্র করে মিছিলের ভিডিও ধারণ করার সময় সড়কে পড়ে গিয়ে সাইদুল ইসলাম চিশতী (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। রবিবার (২৫ জানুয়ারি) সকালে নগরের স্টেডিয়াম সংলগ্ন হল টোয়েন্টিফোরের সামনে এ দুর্ঘটনা ঘটে।
সাইদুল ইসলাম চিশতী, সে নগরীর এনায়েত বাজার ডায়াবেটিক হাসপাতাল সংলগ্ন এলাকার নজরুল ইসলাম বাবুর ছেলে। প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্র জানায়, সকালে নগরের হোটেল রেডিসন ব্লুতে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের একটি কর্মসূচি উপলক্ষে কোতোয়ালী থানা ছাত্রদলের নেতাকর্মীরা স্টেডিয়াম গেট এলাকায় অবস্থান নেন।
সেখান থেকে তারা পলোগ্রাউন্ড মাঠে অনুষ্ঠিতব্য নির্বাচনি সমাবেশে যোগ দিতে মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ২২ নম্বর এনায়েত বাজার ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবদুল মালেক বলেন, মিছিল চলাকালে চিশতী মোবাইল ফোনে ভিডিও ধারণ করছিল।
এ সময় হঠাৎ পেছন দিকে ঘুরে সে সড়কে পড়ে যায়। পড়ে যাওয়ার পরপরই তাকে দ্রুত একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাই। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
ন্যাশনাল হসপিটাল চট্টগ্রাম এন্ড সিগমা ল্যাব লিমিটেডের জরুরি বিভাগের মোবাইল ফোন অপারেটর মো. রিয়াদ বলেন, রবিবার দুপুরে সাইদুল ইসলাম চিশতীকে হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে আনার আগে তার মৃত্যু হয়েছে। তবুও হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিআলো/আমিনা



