চট্টগ্রামে মেধা যোগ্যতায় কনস্টেবল পদে নির্বাচিত হলেন ১০৬ জন
সুমন সরদার: চট্টগ্রামে মেধা যোগ্যতায় কনস্টেবল পদে নির্বাচিত হলেন ১০৬ জন । ২৯ মে সন্ধ্যা ৬ টায় চট্টগ্রাম জেলা পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের সভাপতি মো. সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার) চট্টগ্রাম জেলা হতে কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করেন এবং পরবর্তী করণীয় সম্পর্কে ব্রিফিং প্রদান করেন।
সকাল ১০ ঘটিকায় লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ১৪৫ জন প্রার্থীর মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।
মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় চূড়ান্তভাবে কৃতকার্য হন মোট ১০৬ জন। “সেবার ব্রতে চাকরি” এই স্লোগানকে সামনে রেখে পুলিশ সুপার নবনির্বাচিত প্রার্থীদের বাংলাদেশ পুলিশে স্বাগত জানান এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে জনসেবা নিশ্চিত করতে অনুরোধ করেন।
তিনি বলেন, যে সকল প্রার্থী প্রতিটি পরীক্ষায় শারীরিকভাবে যোগ্য, মেধাবী ও সৎ শুধু তারাই তাদের যোগ্যতার ভিত্তিতে নিয়োগযোগ্য হিসেবে মনোনীত হয়েছে।
পরিশেষে নির্বাচিত প্রার্থীদের ফুল দিয়ে জেলা পুলিশের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থী ও তাদের অভিভাবক অনেকে আবেগপ্রবণ হয়ে তাৎক্ষণিক অনুভূতি ব্যক্ত করেন।
এ সময় নিয়োগ বোর্ডের সদস্যগন ও চট্টগ্রাম জেলার বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সবৃন্দ উপস্থিত ছিলেন।
বিআলো/শিলি