চট্টগ্রাম ইপিজেডে অগ্নিকাণ্ড: ৭ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি আগুন
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (সিইপিজেড) অ্যাডামস ক্যাপ অ্যান্ড টেক্সটাইল লিমিটেডে লাগা ভয়াবহ আগুন বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাত ১০টা পর্যন্তও নিয়ন্ত্রণে আসেনি।
দুপুর ২টার দিকে ভবনের উপরের তলায় শুরু হওয়া আগুন দ্রুত পুরো ভবনে ছড়িয়ে পড়ে, এখন তা ৯ তলা ভবনের নিচতলা পর্যন্ত জ্বলছে। ফায়ার সার্ভিস আশঙ্কা করছে, দীর্ঘ সময় ধরে আগুনে পুড়তে থাকা ভবনটি যে কোনো মুহূর্তে ধসে পড়তে পারে।
রাত ৯টার দিকে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, আগুনের তীব্রতা এতটাই বেশি যে পাশের ভবনগুলোতেও তাপের প্রভাব পড়ছে। আগুন ছড়িয়ে পড়া ঠেকাতে ফায়ার সার্ভিস কর্মীরা পানি ছিটাচ্ছেন। নৌবাহিনী, বিমানবাহিনী, সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ সদস্যরাও আগুন নেভানোর কাজে সহায়তা করছেন।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স চট্টগ্রামের উপপরিচালক মো. জসিম উদ্দিন জানান, আগুন নেভাতে ২৩টি ইউনিট কাজ করছে। তিনি বলেন, “আমরা ভবনের ছয় ও সাত তলায় ধোঁয়ায় আটকে পড়া ২৫ জন শ্রমিককে উদ্ধার করেছি। আটতলার কর্মীরা নিশ্চিত করেছেন, সেখানে আর কেউ আটকে নেই।”
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আনোয়ার হোসেন বলেন, “আগুনের তীব্রতা ক্রমশ বাড়ছে। ৯ তলা ভবনের নিচতলা পর্যন্ত আগুন ছড়িয়ে গেছে। পাশের ভবনগুলোতেও তীব্র তাপে ক্ষতির আশঙ্কা থাকায় পানি ছিটিয়ে ঠান্ডা রাখার চেষ্টা চলছে।”
কারখানার পাশের ভবন স্মার্ট জ্যাকেট লিমিটেডের কর্মকর্তা শাহনেওয়াজ বলেন, “আগুনের প্রচণ্ড তাপে আমাদের ভবনও গরম হয়ে উঠেছে। ক্ষতি এড়াতে নিজেরাই পানি ছিটিয়ে শীতল রাখার চেষ্টা করছি।”
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, কারখানাটিতে হাসপাতাল-ব্যবহৃত তোয়ালে ও যন্ত্রপাতি তৈরি করা হতো। ভিতরে প্রচুর দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে ও নেভানো কঠিন হয়ে পড়েছে।
দীর্ঘ সাত ঘণ্টা পরও আগুন নিয়ন্ত্রণে না আসায় ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বিআলো/শিলি