চট্টগ্রাম উত্তরজেলা সাইবার দলের কমিটি ঘোষণা
চট্টগ্রাম উত্তরজেলায় সাইবার দলের নতুন নেতৃত্বে মোদাচ্ছের শাহ–দিপু
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সাইবার দলের চট্টগ্রাম উত্তরজেলার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। গত ২০ আগস্ট ২০২৪ তারিখে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ও প্রতিষ্ঠাতা হাজী মোহাম্মদ কামরুল জামান, সাধারণ সম্পাদক লায়ন হোসেন উজ্জ্বল এবং মোহাব্বদুল্লাহ সাব্বিরের স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।
ঘোষিত কমিটিতে এস এম মোদাচ্ছের শাহ সভাপতি এবং মোহাম্মদ হাসান চৌধুরী দিপু সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন।
নতুন কমিটিতে দায়িত্বপ্রাপ্ত অন্যান্য নেতৃবৃন্দ হলেন— সিনিয়র সহ-সভাপতি মো. ইউনুছ তালুকদার, সহ-সভাপতি জাহেদ উদ্দিন খালেদ চৌধুরী, শফিউল আজম ও শাহজাহান। এছাড়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মিঠুন বৈঞ্চব এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মোহাম্মদ সুমন বাপ্পির নাম ঘোষণা করা হয়েছে।
কমিটি ঘোষণার পর নব-নির্বাচিত সভাপতি এস এম মোদাচ্ছের শাহ বলেন, “সাইবার নিরাপত্তা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং তরুণদের মধ্যে ডিজিটাল সাক্ষরতা প্রসারে আমরা কাজ করব। কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী চট্টগ্রাম উত্তরের প্রতিটি উপজেলায় কার্যক্রম বিস্তৃত করা হবে।”
বিআলো/তুরাগ