চট্টগ্রাম বন্দর এনসিটি ৬ মাসের জন্য নৌবাহিনীর তত্ত্বাবধানে
নিজস্ব প্রতিবেদক: আগামী ছয় মাসের জন্য চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় বাংলাদেশ নৌবাহিনীকে দায়িত্ব দেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে সুপারিশ করা হয়েছে।
নৌপরিবহন ও শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বুধবার সচিবালয়ে সাংবাদিকদের জানান।
এ বিষয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে (সিপিএ) দায়িত্ব দেওয়া হয়েছে যাতে তারা অপারেটর নিয়োগ করে। সরকারের প্রাথমিক অবস্থান হলো নৌবাহিনীকে ৬ মাসের জন্য দায়িত্ব দিয়ে কার্যক্রমে শৃঙ্খলা আনা।
তিনি বলেন, এ সময় যেসব কর্মী টার্মিনালে কর্মরত রয়েছেন, তাদের চাকরির কোনো ক্ষতি হবে না। প্রয়োজনে নৌবাহিনী পূর্বের অভিজ্ঞ অপারেটরদের সহযোগিতা নেবে।
বিদেশি কোনো কোম্পানিকে বন্দরের মালিকানা বা সার্বিক কর্তৃত্ব দেওয়া হবে না বলে তিনি দেশবাসীকে আশ্বস্ত করেন। উপদেষ্টা জানান, দুবাই পোর্ট ওয়ার্ল্ডসহ বৈশ্বিক কোম্পানির সঙ্গে কেবল অপারেশনাল পরিচালনা বিষয়ে আলোচনা চলছে। সিপিএ’র অধীনে চুক্তির ভিত্তিতে নির্দিষ্ট মেয়াদে পরিচালনার ব্যবস্থা হলেও মালিকানা বাংলাদেশের হাতেই থাকবে।
তিনি বলেন, বন্দরের কার্যক্রমে আন্তর্জাতিকমানের গতি আনতে আধুনিক অপারেটর দরকার। এতে পণ্য খালাসের সময় কমবে, বড় জাহাজ ভিড়বে এবং টিইইউস হ্যান্ডলিং ১৫-২০ শতাংশ বাড়বে।
সভায় চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস. এম. মনিরুজ্জামান উপস্থিত ছিলেন।
বিআলো/তুরাগ