• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    চট্টগ্রাম বন্দরে বিদেশি অপারেটর নিয়োগ বাতিলের দাবি: আগামী নির্বাচনে মনোযোগ দিতে সরকারের প্রতি আহ্বান 

     dailybangla 
    01st Dec 2025 1:41 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রামের চিটাগাং কনটেইনার টার্মিনাল (সিসিটি) ও নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি অপারেটরকে দেওয়ার চুক্তি থেকে সরে আসতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বন্দর রক্ষা পরিষদের আহ্বায়ক হাসান মারুফ রুমী। একই সঙ্গে তিনি আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনে সরকারকে মনোযোগ দেওয়ার পরামর্শ দেন।

    সোমবার (১ ডিসেম্বর) দুপুরে সিসিটি-এনসিটি বিদেশি অপারেটরের কাছে হস্তান্তরের উদ্যোগ, কর্মচারীদের শোকজ নোটিশ ও বিভিন্ন ধরনের হয়রানিমূলক কর্মকাণ্ডের প্রতিবাদে বন্দর অভিমুখে পদযাত্রা শেষে তিনি এসব কথা বলেন। আগ্রাবাদ মোড় থেকে শুরু হওয়া পদযাত্রাটি বারিক বিল্ডিং এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী আটকে দিলে সেখানে সমাবেশ করে বক্তব্য দেন নেতারা।

    হাসান মারুফ রুমী অভিযোগ করেন, পূর্ববর্তী ফ্যাসিবাদী সরকার গোপনে এই চুক্তি করেছিল। আমরা দাবি জানিয়েছিলাম—চুক্তির সব তথ্য জনগণের সামনে প্রকাশ করতে হবে। কিন্তু জনগণের প্রতিনিধি বা স্টেকহোল্ডারদের সঙ্গে কোনো আলোচনা হয়নি। চুক্তির ফলাফলও গোপন রাখা হয়েছে।

    তিনি আরও বলেন, শ্রমিকরা যখন আন্দোলন করছে তখন বন্দর কর্তৃপক্ষ হুমকি দিচ্ছে। ইতিহাস সাক্ষী—হুমকি, ভয় দেখানো, গুম-খুন করে কোনো সরকার টিকে থাকতে পারেনি। সময় থাকতে এসব থেকে সরে আসুন। নির্বাচনে মনোযোগ দিন, অস্থিরতা সৃষ্টি করবেন না।

    রুমী দাবি করেন, বন্দরের নিজস্ব অর্থায়নে গড়ে ওঠা সিসিটি ও এনসিটি লাভজনকভাবে পরিচালিত হচ্ছে। লাভজনক প্রতিষ্ঠান বিদেশিদের হাতে তুলে দিলে শ্রমিকদের স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে, বলেন তিনি।

    সমাবেশে অন্যান্য বক্তারা জানান, এনসিটি ইতোমধ্যে রেকর্ড আয় করেছে এবং লক্ষ্যমাত্রার চেয়ে বেশি কনটেইনার হ্যান্ডলিং করেছে। এনসিটি-সিসিটি বিদেশিদের হাতে তুলে দেওয়া হলে দেশের বন্দর নিরাপত্তা ও সার্বিক স্বার্থ ঝুঁকির মুখে পড়বে, মন্তব্য করেন তারা।

    এদিকে সিসিটি ও এনসিটিতে বিদেশি অপারেটর নিয়োগ প্রক্রিয়া বাতিল, লালদিয়া চর ও পানগাঁও টার্মিনালের সঙ্গে বিদেশি প্রতিষ্ঠানের চুক্তি প্রকাশসহ বিভিন্ন দাবি নিয়ে পৃথক আন্দোলন করছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)। গত ২৬ নভেম্বর টোল প্লাজা গেট ও বড়পোল মোড়ে অবরোধ কর্মসূচি শেষে তারা জানান, আগামী ৫ ডিসেম্বর পুরাতন রেল স্টেশন চত্বরে বৃহত্তর সমাবেশ ও মশাল মিছিল অনুষ্ঠিত হবে।

    বিআলো/এফএইচএস

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031