• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    চর বাংলায় বসবাসকারী ভূমিহীন কৃষকদের সংবাদ সম্মেলন 

     dailybangla 
    29th Oct 2025 9:16 pm  |  অনলাইন সংস্করণ

    মু. জিল্লুর রহমান জুয়েল, (পটুয়াখালী): পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের চরবাংলায় বসবাসকারী ভূমিহীন কৃষক এবং চর বাংলা বিত্তহীন সমবায় সমিতির লিঃ এর সভাপতি মোঃ সেরাজ খান এর নেতৃত্বে ২৮ অক্টোবর মঙ্গলবার রাত আটটার সময় গলাচিপা টেলিভিশন সাংবাদিক ফোরাম ক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

    সংবাদ সম্মেলনে তারা এক লিখিত বক্তব্যে জানান, আমরা চর বাংলা বিত্তহীন কৃষক সমবায় সমিতির লিঃ ১৯৮৬ খ্রিঃ স্থাপিত হয়ে অসহায় ভূমিহীন কৃষক ৯৬৮ জন সদস্য নিয়ে প্রায় দীর্ঘ ৩০ বছর যাবৎ সমিতি পরিচালনা করিয়া এসেছি। আমরা চর বাংলা খাস জমিতে বসবাস করে কৃষিকাজ এবং মৎস্য আহরণ করে মানবতার জীবিকা নির্বাহ করছি।

    এছাড়াও সরকারি নিতিমাল মোতাবেক কৃষি খাস জমি আমাদের প্রাপ্য হলেও চর বাংলার ভূমিদস্যু আনোয়ার হাওলাদার, জসিম প্যাদা, খলিল হাওলাদার, আব্দুর রব ও হাসান সিকদার সহ চর বিশ্বাস ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ বাকের বিশ্বাস ও সাংগঠনিক সম্পাদক মতিন হাওলাদার এর প্ররোচনায় ও বিভিন্ন কুচক্র মহল আমি সহ আমাদের সমিতির অন্যান্য সদস্যদের নামে বিভিন্ন ভাবে মিথ্যা অপ-প্রচার চালাচ্ছে। গত ২৬/১০/২০২৫ইং তারিখে উল্লেখিত ব্যক্তিগণ চর বাংলা বিত্তহীন সমবায় সমিতির লিঃ এর সদস্য দাবি করিয়া এবং বিভিন্ন ভাবে হেয় প্রতিপন্ন করার জন্য সংবাদ সম্মেলন, মানববন্ধন করেছে এবং বর্তমানেও নানা ষড়যন্ত্র যাহা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট এবং ভীত্তিহীন। প্রকৃত পক্ষে উপরের উল্লেখিত ব্যক্তিগণ অত্র সমিতির কোন সদস্য নয় তাহার স্থানীয় ভূমি দস্যু। আমির উক্ত সংবাদ সম্মেলনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

    তারা আরো গলাচিপা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা কাছ থেকে ১৪৩২-১৪৩৩ বংলা অর্থ বছরে আমাদের সমিতির ১৭৫ জন সদস্যদের নামে এক সনা ডিসিয়ার নিয়ে ভোগ দখল ও চাষাবাদ করিয়া আসিয়াছি। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, উক্ত ভূমি দস্যুরা উপজেলা ভূমি অফিসকে ভুল বুঝিয়ে সরকারি রাজস্ব বিহীন একশনা চাষের প্রত্যয়ন নিয়েছে। উক্ত প্রত্যয়নের প্রেক্ষিতে আমি এবং আমরা সমিতির পক্ষ থেকে মহামান্য হাইকোটে একটি রিট করি যাহা মহামান্য হাইকোর্ট আমাদের সমিতির পক্ষে কৃষি খাস জমি নীতিমালা অনুযায়ী সরকারি রাজস্ব পরিশোষ পূর্বক একশনা ডিসিয়ার দেয়ার জন্য আদেশ প্রদান করেন। উক্ত আদেশের পরিপ্রেক্ষিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গলাচিপা একশনা চাষের প্রত্যয়ন বাতিল করে সরকারি নীতিমালা অনুয়ায়ী একর প্রতি ৫০০ টাকা খাজনা/সরকারি রাজস্ব পরিশোধ পূর্বক অত্র সমিতির ১৭৫ জন সদস্যদের নামে পৃথক ভাবে দেড় একর করে জমি ডিসিয়ার প্রদান করেন। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, উপরোক্ত ভূমি দস্যুরা আমাদের নামে মিথ্যা অপপ্রচার চালিয়ে এবং আমাদের সমিতির সদস্যদেরকে সম্পত্তি জোর পূর্বক ভোগদখল করার পায়তারা চালায়।

    বিভিন্ন সময় আমাদেরকে মারধর সহ মিথ্যা মামলা হামলা করার ভয়ভীতি দেখায়। গত ২৭/১০/২০২৫ইং তারিখ বাকের বিশ্বাসের নিদের্শে চর বিশ্বাস ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিন হাওলাদার বহিরাগত ৪০-৪৫ জন সন্ত্রাসী বাহিনী নিয়ে চর বাংলা প্রবেশ করিয়া ভয়ভীতি প্রদান করেন। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনাদের মাধ্যমে উপজেলা প্রশাসন সহ উর্দ্ধতন সকল কর্মকর্তাদেরকে জানাইতে চাই যে, আমাদের সম্পত্তি সঠিক ভাবে ভোগ দরুল করিতে পারি এবং আইন শৃঙ্খলা বজায় জীবনের সঠিক নিরাপত্তা পাইতে পারি তাহার জোর আবেদন করছি। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, উক্ত সংবাদ সম্মেলনে চর বিশ্বাস ইউনিয়নের বিএনপির নেতা ও সমাজ সেবক মোঃ আধার মোল্লা এর নাম আমাদের সাথে উল্লেখ করিয়াছে।

    উক্ত আগ্রাব মোল্লা আমাদের সমিতির কোন সদস্য না এবং আমাদের সাথে তার সাথে কোন সম্পৃক্ততা নাই। আধাব মোল্লা এয় নামে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ সম্মেলন করায় তাহার সম্মান খুন্ন হয়েছে বলে আমরা মনে করি। আমরা সকল অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

    এসময় চর বাংলা বিত্তহীন কৃষক সমবায় সমিতির লিঃ এর সদস্য শাহাবুদ্দিন তালুকদার, ফারুক তীর, মজিবর হাওলাদার, নাসির ও জালাল তালুকদার উপস্থিত ছিলেন।

    বিআলো/এফএইচএস

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    October 2025
    M T W T F S S
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    2728293031