চর শাহজালালে মিলনমেলা ‘বন্ধু মোরা ৮৯ ব্যাচ’-এর বনভোজন উৎসবমুখর
মো. তরিকুল ইসলাম (মোস্তফা),বাউফল (পটুয়াখালী): প্রতি বছরের ধারাবাহিকতায় ‘বন্ধু মোরা ব্যাচ–৮৯’-এর উদ্যোগে এ বছরও আনন্দঘন পরিবেশে বনভোজন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর ২০২৫) সকাল ৮টায় কালাইয়া বন্দর থেকে যাত্রা শুরু করে এসএসসি ১৯৮৯ ব্যাচের সদস্যরা বনভোজনের উদ্দেশ্যে চর শাহজালাল দ্বীপে পৌঁছান।
এবারের বনভোজনে ব্যাচের মোট ৫১ জন সদস্য অংশগ্রহণ করেন। দিনব্যাপী এই আয়োজনে সকালের নাশতা ও দুপুরের খাবারের ব্যবস্থা ছিল। পাশাপাশি অংশগ্রহণকারীরা চর শাহজালালের বিভিন্ন মনোরম ও দর্শনীয় স্থান ঘুরে দেখেন এবং দুপুরে জুমার নামাজ আদায় করেন। আনন্দ-উচ্ছ্বাস, আড্ডা ও পুরোনো দিনের স্মৃতিচারণে সারাদিনই উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।
আয়োজকদের ভাষ্যমতে, এ ধরনের মিলনমুখর আয়োজন ৮৯ ব্যাচের সদস্যদের মধ্যে ভ্রাতৃত্ববোধ জোরদার করার পাশাপাশি পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করে। বনভোজনের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন স্যামল চন্দ্র কর্মকার, খলিলুর রহমান ও রাশেদ মাহমুদ।
বনভোজন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নবনির্বাচিত বাউফল প্রেসক্লাবের সভাপতি ও ৮৯ ব্যাচের সদস্য মো. জলিলুর রহমান জানান, আগামী বছরের বনভোজনের ভেন্যু হিসেবে কুয়াকাটাকে প্রাথমিকভাবে নির্ধারণ করা হয়েছে। এ সময় উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে আগামী আয়োজন সফল করতে দায়িত্বপ্রাপ্তদের তালিকাও চূড়ান্ত করা হয়।
আগামীবারের বনভোজন আয়োজনের দায়িত্বে থাকবেন— কাজী রাশেদ মাহমুদ, মো. জলিলুর রহমান, মো. খলিলুর রহমান, স্যামল কর্মকার, বাচ্চু প্যাদা, মো. তরিকুল ইসলাম (মোস্তফা) ও ফারুক গাজী।
দিনের শেষভাগে দলগত আলোকচিত্র ধারণ ও স্মৃতিবিনিময়ের মধ্য দিয়ে বনভোজনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।
বিআলো/ইমরান



