চলচ্চিত্রের কালো দিবস পালিত: ‘আলো আসবেই’ গ্রুপের বিরুদ্ধে হুঁশিয়ারি
নিজস্ব প্রতিবেদক: ‘আরো দিব রক্ত, করব ফ্যাসিবাদ দোসর মুক্ত / রক্তের ঋণে স্বাধীনতা, জাগ্রত হোক মানবতা’-এমন প্রতিপাদ্যে আজ বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে পালিত হলো চলচ্চিত্রের কালো দিবস।
জুলাই আন্দোলনের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেন চলচ্চিত্র অঙ্গনের একাধিক শিল্পী, কলাকুশলী ও সংশ্লিষ্টরা।
২০২৪ সালের ২৪ জুলাই ছাত্র-জনতার উপর গুলিবর্ষণ ও সহিংস ঘটনার প্রতিবাদে আয়োজিত এই দিবসে বক্তারা বলেন—সে সময় যারা ফ্যাসিবাদ ও স্বৈরাচারের পক্ষে অবস্থান নিয়েছিলেন, তাদের ‘দোসর’ হিসেবে চিহ্নিত করে বিচার ও রাষ্ট্রীয়ভাবে বর্জনের দাবি জানান।
অনুষ্ঠানে অভিনেতা ও সম্পাদক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল বলেন, বাংলাদেশ আজ স্বৈরাচারমুক্ত, কিন্তু এখনও দোসরদের রেহাই দেওয়া হয়েছে। এই জায়গাতেই গত বছর যারা ছাত্র-জনতার বিপক্ষে দাঁড়িয়েছিল, তারা এখন অন্ধকারে নিমজ্জিত। আলো আর আসবে না, আলো বন্ধ হয়ে গেছে-তেলও শেষ।
উপস্থিত ছিলেন নির্মাতা বদিউল আলম খোকন, অভিনেতা মারুফ আকিব, আবির চৌধুরী, জেবাসহ চলচ্চিত্র অঙ্গনের অনেকেই।
বক্তারা জানান, আন্দোলনের সময় যারা ফ্যাসিস্ট শক্তির পক্ষ নিয়েছিলেন, তাদের উচিত জাতির কাছে ক্ষমা চাওয়া। তা না হলে ‘আলো আসবেই’ গ্রুপসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাংগঠনিক এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
দাবি গুলোর মধ্যে রয়েছে, আলো আসবেই’ গ্রুপের সদস্যদের শাস্তি, রাষ্ট্রীয়ভাবে বর্জন, সাংস্কৃতিক অঙ্গন থেকে বহিষ্কার
এই কর্মসূচিকে কেন্দ্র করে চলচ্চিত্র অঙ্গনে উত্তেজনা এবং স্পষ্ট বিভক্তি আরও জোরালোভাবে প্রকাশ পেল।
বিআলো/এফএইচএস