• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    চলন্তিকায় নিজ বইয়ে অটোগ্রাফ দিচ্ছেন আমিনুল 

     dailybangla 
    21st Feb 2025 10:27 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: অমর একুশে বইমেলার চলন্তিকা স্টলে এবার “একজন আমিনুল হক” বইটি প্রকাশ হয়েছে। বইটি প্রকাশের পর পরই আজ একুশে ফেব্রুয়ারিতে এই স্টলে পাঠকদের কাছে ব্যাপক সারা ফেলেছে। যেখানে দেখা যাচ্ছে স্টলটিতে আমিনুল হক বসে পাঠকদের অটোগ্রাফ সহ বইটি দিচ্ছেন।

    এর আগে বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক সাফজয়ী ফুটবলার আমিনুল হকের জীবনী নিয়ে রচিত চলন্তিকা প্রকাশিত রাশেদ রানার “একজন আমিনুল হক “বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।

    আমিনুল হককে নিয়ে লেখা “একজন আমিনুল হক” বইটিতে রয়েছে আমিনুল হকের জীবনীতে জন্ম ও শৈশব, ফুটবলের মাঠ থেকে রাজপথে আমিনুল হক এর সাহসী ভূমিকা ত্যাগ, তিতিক্ষা এবং দক্ষ সংগঠকের নানান ঘটনা।

    চলন্তিকা স্টলে সরেজমিনে গিয়ে দেখা যায় বিভিন্ন জায়গা থেকে আগত পাঠক ও দলীয় নেতাকর্মীরা অধীর আগ্রহে বইটির জন্য বসে আছে এবং বইটি ক্রয় করার পাশাপাশি আমিনুল হকের অটোগ্রাফ নিচ্ছে।

    কথা হয় মোহাম্মদপুর থেকে আসা পাঠক মীর মোঃ কামাল হোসেন এর সাথে তিনি জানান আমিনুল হকের জীবনী অনেকটা তিনি অবগত। তিনি বলেন, আমি দেখেছি কিভাবে স্বৈরাচার সরকার এই সাফজয়ী ফুটবলারকে অন্যায় ভাবে জেল-জুলুম নির্যাতনের দিকে ফেলে দিয়েছেন। আমিনুল হকের ছোট থেকে এভাবে বেড়ে ওঠা বাংলাদেশের মানুষের জন্য একটি প্রেরণা। আর সেই গল্প জানার জন্য আমি বইটি ক্রয় করেছি।

    আমিনুল হক জানান, পাঠকরা আমার জীবনী নিয়ে লেখা বইটিতে এত সাড়া দিবে তা কখনো ভাবিনি।সর্বোপরি আমি বইটির লেখক এবং পাঠকদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930